পাতা:শিক্ষানবিশের পদ্য.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতবর্ষ। כסי মরণেও রমণীয় ভারত বরষ ; দরশনে শোকসহ উথলে অন্তর, প্রাণবায়ু নাই তার কিসের সুন্দর ? নিশ্বাসে গিয়াছে প্রাণ আভা যায় নাই, শব দেহ শোভা সব হেরিতে না চাই ; ফুল্ল ফুল তুল্য শোভা অথচ ভীষণ, শ্মশান সাজন্ত, কিন্তু নাহি চায় মন ; অস্তমিত প্রাণসূৰ্য্য, তাহার কিরণে দেহ ঘন স্বরঞ্জিত লোহিত বরণে, স্বর্ণছটা চারিদিকে নাচিয়া বেড়ায়, দেহ পাশে মন যেন মাগিছে বিদায় ; স্বগীয় সৌন্দৰ্য্য এই আলোক আধার, অমল অনল আভা অদ্যাপি ইহার উজুলিয় রাখে বটে এই রম্য স্থান, না পারে জাগাতে কিন্তু করি তেজোদান ।” ==