পাতা:শিক্ষানবিশের পদ্য.pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্দীর বিলাপ । סיכי তার লাগি করি যত্ন, রাখিতে জীবন রত্ন, ক্লেশের লাঘব হবে, শেষে স্বাধীনতা লভে, নিজালয় যাবে চলে—রবেন নীরবে ; অদ্যাপি আছিল তার অক্ষুণ্ণ মানস, দৈব বলে সহজেতে তাহার সাহস, কত কাল একভাবে যায় বল দিন ! প্রফুল্ল প্রসূন হয় ক্রমেতে মলিন। ক্রমেতে লাগিল তার অন্তরে আঘাত শুখাইল স্থখ মুখ লাগি দুখ হাত । দেহ ছাড়ি দেহী যবে দেশান্তরে ধায়, ভয়ানক দৃশ্য সেই দেখা নাহি যায় ; . যেভাবে যে রূপে যাকৃ যমের নগর দশম দশাতে দৃশ্য অতি ভয়ঙ্কর ; দেখিছি গিয়াছে প্রাণ, শোণিতের সঙ্গে, আকুল সাগরোপর হাবুডুবু খায় নর, দেখেছি গিয়াছে প্রাণ, তরঙ্গের ভঙ্গে, বিকারে বিচ্ছিন্ন মন পরিপূর্ণ পাপে দেখিছি গিয়াঁছে প্রাণ বিলাপ প্রলাপে ;