পাতা:শিক্ষানবিশের পদ্য.pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বন্দীর বিলাপ।

নাচন লোচন যেন চতুর চকোর—
তার লাগি পোড়ে প্রাণ কহিব কাহারে?
সোণার পাখীরে দেখি লোহার পিঞ্জরে
থাকিতাম, কাঁদিতাম বিহ্বল অন্তরে;
নবীন রবির করে, বিশ্বতমো নাশ করে
জলেতে উজলি উঠে কমলের দল,—
হেরি তার সোণা মুখ ঘূচিত সকল দুখ
প্রফুল্ল হইত মম মানস কমল।
বিমল উজ্জ্বল শান্ত সেই সহোদর
স্বভাবে সুন্দর অতি প্রফুল্ল অন্তর,
পৃথিবীর পাপ দেখি নরের যাতনা
হৃদয়ে সতত সেই পাইত বেদনা,
করিবারে ক্লেশ শান্তি কত যে করিত,
সান্ত্বনা করিতে যদি তবু না পারিত,
বরষিত অশ্রুজল লোচন কাতর,
ঝরণায় ঝরে যথা বারি ঝর ঝর।