পাতা:শিক্ষানবিশের পদ্য.pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্দীর বিলাপ। Հ ծ আসিল অমরা বাসী ছলিবার তরে; এক বার ভাবি মনে, বুঝি বা আমার সনে, (দেবতা করুন যেন, কৰ্ভু নাহি হয় হেন) এক বার ভাবি মনে, বুঝি বা আমার সনে ‘ দেখা লাগি ভাই মম পাখী হয়ে এলো, হরিষে বিষাদে তাই মন ভরে গেলো। উড়িয়া যাইল পার্থী, কত ক্ষণ রয় ? মনে হইল চেতন, আমি বুঝিনু তখন, বনের বিহঙ্গ সেই, স্বরবাসী নয়। ভাই যদি পাখী রূপ ধরে কভু আসিত, পার্থী কি একাকী রেখে পুন আর যাইত ? একাকী নির্জনে আর নাহিক সহায়, কবরের মাঝে যেন শব দেহ প্রায়, কে দেখিতে চায় ? তাহা কে দেখিতে চায় ? নিৰ্ম্মল গগনে শোভে ভানুর কিরণ, তার মাঝে থাকে যদি এক খণ্ড ঘন, নয়ন কণ্টক সম বোধ হয় তায়, কে দেখিতে চায়? তাহা কে দেখিতে চায়*