পাতা:শিক্ষানবিশের পদ্য.pdf/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বন্দীর বিলাপ।

দীর্ঘপদে কাল করে গম্ভীর গমন
না পারি গণিতে তার প্রপদচারণ,
—জ্ঞান হীন, গণে কেবা? স্থির নহে মন—
সেই দিন হল ভ্রম, সেই দিন হল ভ্রম
যেই দিন হারায়েছি প্রাণধন মম,
আমি হারায়েছি ভাই, মম আর কেহ নাই,
নতশিরে যমঘরে করেছে পয়াণ,
অভাগা বাঁচিয়া আছে যায় নাই প্রাণ।


জনে জনে থামে থামে বাঁধা হয়ে থাকি,
তিন জন তিন ঠাঁই—একত্র—একাকী;
চরণ চারণ করি হেন সাধ্য নাই,
পরস্পর পরম্পরে হেরিতে না পাই,
মলিন আলোকে মুখ দেখে মনে হয়
বুঝি পরিচিত নয়, এই হলো পরিচয়,
একত্রে, একাকী তাই মিলনে, পৃথক্‌,
অঙ্গেতে শৃঙ্খল বদ্ধ মর্ম্মেতে কণ্টক;