পাতা:শিক্ষানবিশের পদ্য.pdf/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নারী । প্রণয় পবিত্র পাশ, তাহে পরিণয় ফঁাশ, দম্পতির বাড়ে অনুরাগ ; সতত সানন্দ মনে, যেন গৃহ পূর্ণ ধনে, এক যোগে করে জপঃযাগ । গুণে মনে অনুপমা বিশ্বাসী বান্ধব সমা পুরুষের অৰ্দ্ধ অঙ্গ নারী ; ধন, ধৰ্ম্ম, ভোগ স্থখ, সব হেরে সেইমুখ, - স্বর স্থখ সহবাস তারি। নারী নর-সধৰ্ম্মিণী, পুত্র কন্যা প্রদায়িনী, গৃহকৰ্ম্মে নিপুণা গৃহিণী ; প্রাণ হতে আমুরক্তি, প্রভু ভাবি করে ভক্তি, হৃষ্ট মনে আজ্ঞানুপালিনী ; অমিয় কোমল কথা হরে হিয়েমনো ব্যথা, জননীর সমা স্নেহবতী ; ধৰ্ম্ম কৰ্ম্মস্থসাধনে, কিম্বা দেব আরাধনে, পিতা সম_শিক্ষা দেয় সতী ।