পাতা:শিক্ষানবিশের পদ্য.pdf/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 একদিন । জীবন কণ্টক বন, কষ্ট তাহে পৰ্য্যটন, পরম আনন্দ কিন্তু তায়, শোক শান্তি প্রদায়িণী, স্থসহায় স্থসঙ্গিনী, . নারী রূপে ধরা দেবী যদি বামে যায় । একদিন— ছখেতে ভরিল বুক, শোকেতে অন্তর, নয়নে দেখিলু কত দৃশ্ব মনোহর ; শীতমূৰ্ত্তি শীত কাল, আবৃত নীহার জাল, যেন কালান্তক কাল, আসিল আপনি,— কালে দেখি শীত অন্ত, ভ্ৰমিছে নব বসন্ত, মিলিয়া কুহুমদম্ভ, হাসিছে ধরণী, শীত খ্ৰীষ্ম গেছে মম অনৰ্থ চিন্তায়, এখন কাদিয়া আর কিবা ফল হায় ! স্বপন সমান সব—কখন কি ঘটে ! পুনরায় দেখা দিল কল্পনার পটে, •