পাতা:শিক্ষানবিশের পদ্য.pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একদিন । 8 (1. নিশানাথ নিশাসনে, হাসিতেছে হৃষ্ট মনে, খেলিছে যেন গগনে, হুধার লহরী, ক্ষণে দেখি জলধর, ঢাকিয়াছে শশধর, অন্ধকারে চরাচর, ডুবিয়াছে দরি । ছখেতে ভরিল বুক, শোকেভে অন্তর, নয়নে দেখিলু পূন দৃশ্য মনোহর, অনন্ত সংসার মাঝে জীলন কানন, কন্টের কণ্টক তাহে, হুথের ভূমন, আজি ধনধান্তময়, নেঞ্জিত বান্ধবচয়, সুখময় 'সমৃদয়, প্রফুল্ল অন্তর, কালি আর কিছু নাই, বন্ধু জন ঠাই ঠাই, মাগিলে না ভিক্ষা পাই, ক্ষুধায় কাতর ; অনুতাপে পরিপূর্ণ হল মম মন, মিছা কাজে করিয়াছি সময় মাপন । এত কৃলি পরে আর ভাবিলে কি হয় ? আলস্যে গিয়াছে মম সোণার সময় ;