পাতা:শিক্ষানবিশের পদ্য.pdf/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগর । 8 , —যেই তরঙ্গের ভঙ্গে নগর, প্রান্তর, গ্রাম, গোষ্ঠ, গিরি, গুহা, যায় যম ঘর – ইরাণ, তুরাণ, রোম, ভারত, আরব, তব তীরে কত রাজ্য, কোথায় এখন ? স্বাধীন আছিল যবে মহা রাজ্য সব, ত^নো যেমন ছিলে এখনো তেমন ; বনবাসী, কি বিদেশী, কিম্বা ক্রীত জন, এবে দেখ তব তটে সবে নরপাল, রাজার ভবন এবে বিজন কানন; তোমার বিকার শুদ্ধ তরঙ্গ বিশাল ; বলিত না করে কাল তব নীল ভাল, অাদ্যাবধি এক ভাবে চল চির কাল । আকুলিত বক্ষঃ যবে প্রবল পবনে, প্রশান্ত হৃদয় কিম্বা মন্দ বায়ু বলে, , ঈশ্বর প্রতিমা শোভে প্রজ্বল দর্পণে ; তুষার মণ্ডিত মেরু, কিম্বা উষ্ণ স্থলে,