পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ । ♥ፃ সেখানে কেমন কোরেই বা যাই, আর কেমন কোরেই বা কি হয় ! অবাব সে বাড়ী অসচে, এ সময় যদি আমি সেখানে যাই, তা হলে সন্দে কোল্লেও কোত্তে পারে । জমি । না না না, তা তোমার যেতে হবে না । বড় সুবিদে হয়েচে । সে দেওয়ান এই খিরপুর পাচ আনি এলাকা, সেই খেনে এসেচে। তুমি এই রাত্রেই তার কাছে যাও । র্যাড়ে। তবে তো বড় সুবিদেই হয়েচে । মা আছেন! তার পাদপদ বই আমি জানি নে । তিনিই অবিশ্বি কুলিয়ে দেবেন। তবে আমি আর দেরি কোরব না। কিন্তু হজুর -যেখান থেকে যা হয়, হজুরেব ভরসাতেই আমার একম্মে নাবা । জমি। কি তুমি মকদ্দমার কথা ভার্চ ? তা কিছু ভাবতে হবে না। যে বেণী সিঙ্গি আছে, ওর কাছে তুমি সাহেবের দস্তখত এনে দাও, লিখে দুখান তোমার সামনে ফেলে দেবে তুমি চিনে নাও। তবে সাক্ষী নিযু বিশ্বেসরা দুভাই, ওদের একটু ইসারায় বোলে দিলে এমন সাজিয়ে বোলতে পারে যে হুবহু ৷ তবে অন্য অন্য লোক জন পুরন ইষ্টম্বর কাগজ সবই মজুত । তুমি পাটাখান তোমার নামে কোরে নিয়ে এস, তার পর মকদ্দমা করুক না, ও কত মকদম কোরূবে । সে জন্যে আমি আছি । ফল আমার কথাটা ভুল না যেন। র্যাড়ে। সে কি হজুর । আপনার সঙ্গে বিশ্বঘাতুকি কোরে অধন্মিতে কেল্পে যে আমার মহাবেদি হবে। হজুরের ছ আনা ঐ নিরিখে দর গতি তাতে কি অণর কথা আছে ? সে উত্তরের চন্দোর দক্ষিণে গেলেও লড়ে না। কিন্তু হজুর এই মকদ্দমার কথা যে বোলালেন, তা ও তো হোচ্চে উকিল তাতে আবার হল জজ । তা ওর সঙ্গে দেওয়ানী মকদমাতে পারা যাবে না, ওকে জব্দ কোত্তে হবে ফোজদুরিতে ।