পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રક્ત অমরনাথ । অমৃতলালের প্রতি দৃষ্টি করিয়া সকলকে হাস্য করিক্তে দেখিয়া এতাদুক সজোরে হাস্য করা যে তদ্বার শিরঃকম্পন ) । শীতল। কি ঠাকুর ; আর যে মুখে কথাটি নেই। এখানে একটু হিসেব কোরে কথা বার্ত্ত কয়ে, বুঝলে ? গণেশ। হা হা হা হা ! যাকু স্বাকু আর কিছু বোল না। বড় মাটি হয়েছে । ( গোবিন্দ্র মুখুয্যের প্রতি ) না তুমি কি বোলছিলে বল। আমি আর কিছু বোলব না । f অমৃত । এই দেখি নোদের রাজার মেয়ের সঙ্গে তোমার বিবাহ হয়, এমনৃ কি অৰ্দ্ধেক বিবাহ হয়ে গেল, এর মধ্যে আবার কোথায় গে মোলে ? গণেশ । কি কি কি কি, অৰ্দ্ধেক বিয়ে কেমন ? অস্তৃত । আরে নোদের রাজাদের পক্ষের মত আর এদের পক্ষের মত এই উভয় পক্ষের মত হলিই নাকি সম্পূর্ণ বিবাহ হবে। তা এদের পক্ষের মত হয়েচে । তা হলেই অৰ্দ্ধেক বিবাহ হল । গণেশ । কি মজার বাহার ! কি মজার বtহার ! অৰ্দ্ধেক বিয়ে হয়েচে, কি মজার বাহার ! অমৃত । তুমি জাজ কাকে দেখলে যে তোমার হৃদয়ে বান এসে সব ধুয়ে একেবারে পূর্বের চিহ্ন সকল সমভূম হয়ে মুক্তন পত্তন হল। গোবিন্দ । অমরনাথ বাবুর কন্য। চারু-কমল । অমৃত । সেকি ? কেন চারুকে তুমি কি আর কখনও দেখনি ? গোবিন্দ । ইং, দেখিচি ; আর তার অসাধারণ রূপ লাবণ্যের বিষয় আপনি যেমন জানেন আমিও তেমনি জানি । কিন্তু মাজ যেমন আমার হৃদয় আকর্ষণ কোরেছে এমনটি কখনও হয় নি । অমৃত । তবে নোদের রাজার মেয়ে তোমার মন হতে এককালীন रिग्रश्न ?