পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

त्रिर्डीशांश्ह ? প্রথম গর্ভাঙ্ক । জমিদারের বৈঠকখান । (জমিদার এবং র্যাড়েশ্বর মিত্রের প্রবেশ ) জমি। তবে দেওয়ান্‌জি ? बँiरख् । एखूद्र । জমি । অমর কলিকাতায় পৌঁছেচে এই চিঠি পেযছ ? ষাড়ে। হজুর। জমি । কেন, এমন হঠাৎ আসবার কারণ ? ষাড়ে। আগে তা কেমন কোরে বোলব ? আমি লিখেছিলেম যে এখন এসে কাজ নেই, এখানে বড় বেয়ারাম সেয়ারাম হোচ্চে। তা শুনৃলে না। এই জজ হবে হবে বোলে যে একটা গোল উঠেছে, তাই বুজি দেশের লোকের কাছে একটু সাউথুড়ি, জানিয়ে যাবে। আরতো কিছু দেখিনে । জমি। যাক তা যেন হল । এখনতো তোমার ও কাজটা তবে এরই মধ্যে শেষ কোত্তে হয় । ষাড়ে। আগে, তা সেই জন্যেই তো হজুরের কাছে আসা । হজুর আমার মা বাপ, আমার মুস্তুন্নি, আমার ছাই ফেলতে ভাঙ্গা কুলো । জমি। (সহস্যে) তাইই বটে। তোমার বক্তিতে শুনৃতে আরাম আছে । ও বিষয়ে তুমিও যেমন পণ্ডিত, আমিও তেমনি । তবে কিনা, মোট মোটি কথাগুলর অর্থ কথক কথক আমার বোধ আছে, তোমার তাও ¥नहे।