পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

፳rመ অমরনাথ । লোকের জাত মাত্তে আরাম্ব কোলে এটা তো ভাল না । তাই তিনি বলেন যে তোমরা বালিকের বিদেলয় কর, বেহ্ম সমাদি কর, আর দান সাগোরি কর, তাতে তিনি কিছু বলেন না, কিন্তু তোমরা ভদ্র লোকের ঝি বে নষ্ট কোরন । মতি। মহাশয় আপনি কি বোলচেন আমি তো কিছুই বুঝতে পারিনে। ভদ্র লোকের ঝি বে নষ্ট করা কেমন ? ষাড়ে। এই লোকের রাড় মেয়ে বার কোরে তাকে একটা মরদ ফুটে দেয়া । سہ দ্বিজ । মহাশয় আপনি মনে রাখবেন যে আপনি আপনার জমিদারের ইতর প্রজাদের সঙ্গে কথা কোচ্ছেন না, আর এটাও জমিদারের কাছারি ঘর নয় । ভদ্রলোকে যে প্রণালীতে কথা কয় তা যদি আপনার জানা থাকে তবে কথা কেন । নচেৎ আমরা আপনাকে এখানে কথা কোইতে দিব না। মতি । যেতে দাও, যেতে দাও। ওঁদের ভাষাই ঐ । উনি ষে এই সকল কথা ইচ্ছাধীন বোলছেন তা মনে কোরনা। এই ওদের সহজ আলাপ । (ষাড়ের প্রতি) মহাশয় আপনি যে বোল্‌ছেন আমরা লোকের বিধবা কন্যা বার কোরে লয়ে আসি, সে কি কথা ? যার র্যার কন্যা, তারাই আপনার বিবাহ দ্যান, আমাদের মধ্যে র্যাকে যাকে নিমন্ত্রণ করেন, তিনি তিনি উপস্থিত হন । এতে আমাদের অপরাধ ? র্যাড়ে। তোমরাইতে তার গোড়া, তোমরাইতো তার জড়, তোমরাই তে সব ঘটাও ! মতি। ঘটান এই যে আমরা কোন কোন স্থলে পরামর্শ দিয়ে থাকি বটে। কিন্তু আমাদের লোক জন নেই যে বল দ্বারা বাধ্য করি, বা অর্থ নেই যে লোভ দ্বারা মুগ্ধ করি, আমরা শাস্ত্র আর বিচারসঙ্গত মা আছে তাই বলি।