পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ । 3 আর সেই কুলীনের হিসেৰ যদি ধরেন, তবে জগতের লোক আমার প{ পূজা করে বোললে তো অল্প কথা, পুজা কোর্তে পেলে বোক্তে যায় । তবে কন্যাটি বিধবা, তা সে প্রতিবন্ধক ভগবানের ইচ্ছ। আজ কাল নেই। তবে আমি ব্রাহ্মণ । তা এখন ব্রাহ্মণের মেয়েও কায়স্থ বিবাহ কোচ্ছে, কায়ন্থের মেয়েও বৈদ্যের সঙ্গে বিবাহ হোচ্ছে, তাতেও তো আর গোলের কথা নেই । অস্থত। সে তো হয় ব্রাহ্মদের মধ্যে। তা তুমি যদি বল আমি ব্রাহ্ম ছব তা সে কথা মুখে বোললে হবেন,—পইতে ফেলতে হবে। গোবিন্দ । আরে মহাশয়.তাকি আর আমি জানিনে ? তা আদি জানি যে ব্রাহ্ম হোতেও হবে, পইতে ফেলতেও হবে। তা এ দুইই আমি স্বীকার অছি। তা এতে আমার বাপই বিষ খান, আর মাই গলায় দড়ি দিন। মা বাপ তো লোকের মরবারই হিসেব । রামে মারুক রাবণে মারুক র্তাদের মৃত্যু স্থির। अपूङ । ८ग cकभन ? গোবিন্দ । এ বিবাহ যদি না হয় তবে তারা নিশ্চয়ই পুত্রশোকে মোরবেন ; আর যদি হয় তবে উপরে যা বলিটি । অমৃত । (ডাক্তারের প্রতি) এখন পুত্র পাগলাম কোচ্চে। (গোবিদের প্রতি) তা যেন হল, মদ যে ছাড়তে হবে তার কি ? গোবিন্দ। হুঁ, এইটে কিছু গোলের কথা । ( মস্তক নত করিয়া চিন্তা ) এই মদ ছাড়াই হোক্ষে মুস্কিলের ঘর। তা নইলে আর আমি কিছুতেই গোল দেখিনে। তা এক কর্ম্ম কোরে হবে। লুকিয়ে খেলেই হল । অস্থত। তা কি হয় ? মদ খাওয়াটা ষে কুকর্ম্ম তার তো আর ভুল নেই ? তা ধিনিই খান, আর তিনি যত বড়ই লোক হোন। তুমি নিশ্চয় জেন যে, কুকর্ম্ম কখনই ছাপ থাকে না। তুমি যদি এক জনের কোন উপকার কর