পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমবনাথ । "స్క్రీసి পঞ্চম গর্ভাঙ্ক । جمع مسجد کی مجsسب سے দেশহিতৈষিণী সভা মন্দির। (মতিলাল দত্ত সভাধ্যক্ষ, দ্বিজরাজ সোম সম্পাদক এবং সভ্যগণ, রাধামোহন সরকার ও সুসার ময় রায় দর্শক প্রবেশ।) রাধা। মহাশয়, আপনাদের সভার কার্য আরম্ভ হবার পূর্ব্বে আমাব একটি কথা আছে। এই যে বাবুট দেখতে পাচ্ছেন, এর নাম সুসারময় রায়, ব্রাহ্মণ কুলে জন্ম, হালি সহর নিবাস, আপনাদের সঙ্গে আলাপ হয়, এই বাসনা । মতি । উত্তম ! কেননা কোন ইতর লোকও যদি বিনা প্রয়োজন আমাদের সঙ্গে আলাপ করবার ইচ্ছা করে, তাও আমাদের শ্লাঘার বিষয়, যেহেতু এটা আমাদের প্রতি তার শ্রদ্ধার প্রমাণ ! আবার কোন ভদ্র সন্তানের যদি এমন ইচ্ছা হয় তো সে উপযুক্ত পরিমাণে আনন্দের বিষয়। ( সুসারময়ের প্রতি ) আপনার নাম আমাদের শ্রুত আছে। সংবাদপত্রে দেখিচি, গত এম, এ, পরীক্ষাতে আপনি ফাষ্ট হয়েচেন, পরে বি, এল, পাস পেয়েছেন। আপনার এখানে কবে আসা হয়েচে ? স্বসার । আজ্ঞে গত কল্য । মতি । আপনি অবশ্য বারেতেই এন্টর কোরবেন। সুসার । যখন ঐ পথে যাওয়া হয়েচে, তখন সুতরাং তাই বই আর কি ? মতি । তবে আপনি সত্বরই এখান থেকে যাবেন বোধ হয় ?