পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ । ৬৭ ১ কন। (বল দিয়া) হাম লোগ্‌কো কুছ মিঠাই খানেক দেও। তর্ক। মিঠাই খাবার আমি কি দিব ? হুঁ। তবে, তোমরা পারিতোষিকের যোগ্য বটে। তা আমার এই রাধাকৃষ্ণের নিকট রায়েদের পূজা মানা আছে, সেই দিবস যেগু, কিঞ্চিৎ প্রসাদীয় মিষ্টান্ন পাৰে । তাতে ষে চিনির ভোগটি হবে তা হতে কিঞ্চিৎ আপনার ঘর খরচের নিমিত্তে রেখে আর সমুদয় তোমাদের দুজনকে দেওয়া যাবে ; তাতে তোমরা দুজন এবং এনিম্পত্র বাপা এ সকলেই স্থান সংখ্যা দুদিন পান। কোরে খেতে পারবে । আরও দু চারটা নারকেলী গোল্লা কৃষ্ণের ইচ্ছাতে পাবার বাধা হবে না । 象 ১ কন । তোম মাল হিঁয়া ধর দেও। হাম লোগ ইএহ সব আসামি উ কে বামাল চালান করতে হেঁ, তোম হুয়া সে লেনা । ( বিগ্রহ লইতে উদ্যত ) * তর্ক। তোমরা আর আমার ঠাকুর দুটি স্পর্শ কোব না । একেই তো আমার পুনঃ প্রতিষ্ঠা কোর্তে হয়েছে। (ঠাকুর লইয়া পশ্চাতে গমন করিতে গোবিন্দ মুখুয্যের বমি মাড়াইয় পতন ) সব। (নেপথ্যে) ক্যtহায় ? ক্যা গিরা ? ১ কন। হজুর উওহ বহমন্‌ কুছ বাত নেছি মামৃত হয়, আওর উসিনে গির পড়া হয় । সব। জাও, জানে দেও বহমমৃ কো, বুড়টা আদমি। ১ ক । জাও বহমন আবি তোম । তর্ক (গাত্রোথান করিয়া) রাম ! এত ক্লেশও পাওয়া গেল। যা হোক এক্ষণে আমার দেবতাটি যে পাওয়া হল সেই মঙ্গল । এখন—উ হ ! (পুনরায় নাসিকায় বস্ত্র দিয়া) কি ভয়ানক দুর্গন্ধ! আবার এদিকে একটা নরাকার কি পোড়ে (কিয়ংকাল দৃষ্টি করিয়া)হ গোবিন্দ! হা মহাভারত ! এ যে দেখচি