পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ । 数ヶお দ্বিতীয় গর্তাঙ্ক । খিরপুব ;–পাচ আনি জমীদারের কাছাৰী ঘর। (পাচ আনি জমিদারের দেওয়ান ও মুম্বলী ও র্যাড়েশ্বরের প্রবেশ ) BBB S BB BS BBB BB BB DDB DS DDBB BBB BB কথা। ও আবাদটিতে হেঁসে খেলে সত্তোর আশী হাজার টাকা মুনক হবে । র্যাড়ে । বলেন কি গো ? ত্রিশ হাজার পষ্যান্ত হয় না হয় সন্দ । জমি আছে বটে অনেক, কিন্তু ওখানে যে জল মিঠে হয়না, প্রজা টেক্তে পাবে না । দেও । আরে তুমি ও সব ধাপপ বাজী আমার কাছে রেখে দাও। ওতে এখনি ষে হস্তবুদ আছে তাতেই সদর খাজনা হয়ে আরও দশ হাজারের কম না মুনফা আছে। ষাড়ে। সে কেবল কাগজে, জমিতে নয়। অtয় এর মকদম মামলাতে কত খরচ হয় আর কি হয় তারও কিছু ঠিক নেই। দেও । আচ্ছ, আমি পাঁচ হাজার বলিচি তুমি না ছয় সাড়ে চার হাজার দাও, চার হাজার দাও, এতে তো আর কথা নেই ? ষাড়ে। তা চার হাজাৰ কেন আমি ঐ পাঁচ হাজারই দিতে পাত্তেম, যদি শেষ ফেসাদ না থাকৃত। এখন আমি যা দব এতে কপাল ঠুকে বইত না । আমি তিন হাজার পয্যান্ত রাজী আছি । দেও ! এঃ ! তুমি বড় কন্ম কোষ্টে লোক। তোমার সঙ্গে কাজ করা ভার। আচ্ছ তোমারও কথা কাজ নেই আমারও কথু কাজ নেই— তুমি কাজির বিচের কর । তুমি গিয়ে সাড়ে তিন হাজার দাও ।