পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ | డి " অন্তঃকরণে কুভাব প্রবেশ করবার পথ আদৌ নেই । (প্রকাশ্য) বিলক্ষণ ! মহাশয় যেমন বোজেন ! মহাশয় এ জন্মে তো তার মুখের চেহরা দেখলেন না। যখন র্তার সঙ্গে কথাকন তখন ঘাড় গুজে কথা কন। এক বার তার চ্যাহ রাটা ভালকোরেদেখবেনদিখি তাতেই লেখা রোয়েচে, অদ্বিতীয় । আপনি বোল্‌চেন ফৰ্দ পান্‌নি ভাইতে দিতে পারেন নি। ভাল এগুকি একটা কথা ? ফর্দ পাননি টাকা পেয়েচেন, তারাসব চাইতে এসেচেন । তবে আপনার কাছে এই এক বচরের মধ্যে কেন ফর্দ চেয়ে পাঠান নি ? এটা কি জানেন না যে এর টাকা না পেলে কষ্ট হবে আর আপনার নিন্দে হবে ? অমর। ( কিয়ংকাল নিস্তন্ধ থাকিয়া ) তবে চল এখন যাওয়া ষাক্‌ সেখানে গেলেই সব জানা যাবে। [ সকলের প্রস্থান । seassessmass*s*m*assa চতুর্থ গর্ভাঙ্ক। লোকনাথপুর গঙ্গারধারের রাস্ত । একদিগে স্থশীলচন্দ্র এবং চারুকমলের হস্ত ধারণ করিয়া র্যাড়েশ্বর মিত্র, ইস্কুলের ছাত্রগণ, গ্রামস্থ ভদ্রলোক এবং অন্ধঅতুর, অন্যদিগে অমর নাথমিত্র, মতিলাল দত্ত, দ্বিজরাজ, রাধামোহন প্রভূতি । ছাত্রগণ । ( সকলে ) গুড মর্ণিং সর! অমর। গুডমর্ণিং টুইউ অল! মাই গুড ফ্লুেওস্ ! গুডমর্ণিং ! অল ওয়েল ?