পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ుళ $ অমরনাথ । সয় না। যা হবার তাই হবে । ( প্রকাশ্যে ) ত কলিতে এমন পণ্ডিত আর এমন সংলোক বেঁচে থাকাই আহাম্মকি । র্যাড়ে। তুই চুপ কর! আমরা ভাই ভাইতে কথা হোচ্ছে, তুই এর মধ্যে কথা কবার কে ? রাধা । ( জনাস্তিকে ) দেখলেন মহাশয়! অইন কামুন ভিন্ন দাদার কাছে কথা হবার যে নেই। ( প্রকাশ্য ) তা আইনের বর্খেলাফ যদি হয়ে থাকে তো থানায় খবর দাও । অমর। যাক যাক, রাধামোহন ক্ষান্ত হও । ( ছাত্রগণের মস্তকে হস্ত বুলাইয়া ) কেমন তোমাদের পড়া হোচ্ছে তো ভাল ? সকলের কাগজ কলম আছে ? কাপড় জুতো আছে ? 密 ১ ছাত্র। আমার কাগজ নেই, আজ তিন দিন এক কাগজে নিখচি । ২ ছাত্র। আমার কলম নেই, আমি একটি শকুনের পাখাতে লিখচি। ৩ ছাত্র । আমার ধূতি আছে, তা চাদর কোরতা ছিড়ে গেছে। ৪ ছাত্র। আমার জুতো ছিড়ে গিছল তাতে তালি দিয়ে এনে ছিলেম তা আবার ছিড়ে গেছে। র্যাড়ে। যা যা যা ! হাবাতে ছোড়া গুনো। কাপড় ছিড়ে গেছে জুতো ছিড়ে গেছে ! কাপড় ছিড়ে গেছে জুতো ছিড়ে গেছে তা এখানে বোলতে এইচিস কি ? হঃ যেন গচ্ছিত্ কোরে রেখেছে! যা তোদের বাপ মাদের কাছে বোল গে যা । ১ ছাত্র। তোমার কি কোচ্ছিগা আমরা ? তুমি অমন কর কেন ? তুমি যখন আমাদের দ্যখি তখনই এমনি কর। র্যাড়ে । হেদে ছোড়ার কথা শোন আবার । যা যা চোলে যা । ২ ছাত্র। আমরা যাব না। ই—হু! কেন তোমার জায়গা ? অমর। যাক যাক। উনি তোমাদের ভয় দ্যাখাচ্ছেন। আচ্ছা, তোমরা