পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ । う。X3 দ্বিতীয় গর্ভাঙ্ক । اسسسسسسجيتم تهجيمسسسسسد অমরনাথের শয়নাগার । (কমলবাসিনী এবং অমরনাথের প্রবেশ ) অমর। এস, এস। (হস্ত ধারণ করিয়া বামে বসাইয়া লওয়া ) এতক্ষণ আমার প্রাণটা যেমন এক ষোড়া পক্ষীর মধ্যে এক্‌টিকে পিঞ্জরে আবদ্ধ কোলে সে যেমন ছট ফটু কোরে সেই পিঞ্জরের চতুস্পার্শে বেরোবার পথ আম্বেষণ কোত্তে থাকে, তখন তাকে আহারাদি দিলে সে তাতে দৃকপাতও করে না, সেইরূপ হয়েছিল। আর যত কথাবার্ত্ত হচ্ছিল কিছুই ভাল লাগছিল না। আমি এখন আশ্চর্য্য বোধ কোচ্ছি যে আমি এতদিন কেমন কোরে এলাহাবাদে ছিলেম। যে বস্তু পেয়ে পুনর্জীবিত হওয়ার ন্যায় জ্ঞান হোচ্ছে, এমন বস্তুর বিচ্ছেদে কিরূপে আমি অবস্থিতি কোচ্ছিলেম। আমি এখনও সম্পূর্ণ যেন বিশ্বাস কোর্ভে পাচ্ছিনে যে আমি স্বপ্ন দেখচি, কি যথার্থই তোমার কাছে বোসে আছি। আমার মনে কেমন হঠাৎ একটা দ্বিধা ভাব ছয়ে আমার হৃদয় চঞ্চল হয়েচে । প্রেয়সি ! এই দ্যtখ । ( কমলবাসিনীর হস্ত লইয়া স্বীয় হৃদয়ে সংলগ্ন )। কমল । আমার হৃদয়ের মধ্যে এমনি ধড় কড় কোচ্ছে, বোধ হয় যেন শত শত আঘাতে আমার এই বক্ষস্থলটি সমুদয় পুরণ ঘরের ছিটে বেড়ার মত বুঝি পাটুকে পাট উল্‌টে পড়ে। তুমি যখন যাত্রা কোরে নদীতে গিয়ে নৌকায় উঠে চোলে গেলে, আর আমি এই জানলার কাছে চারু আর সুশীলকে নিয়ে বোসে, তখন আমার এমনি বোধ হল যেন আমরা সকলে একখানা জাহাজে চোড়ে সমুদ্র বেয়ে যাচ্ছিলেম, এমন সময় এক্ট। ভয়ানক বড়ে জাহাজ ডুবে গিয়ে, তুমি যেন একখানা ভক্ত বুকে দিয়ে X &