পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$为密 অমরনাথ । ভাসতে ভাস্তে কোথায় চোলে গেলে, আর আমি যেন দুটি বাচ্চা কোলে কোরে এক চড়ার উপর বোসে (উভয় হস্ত দ্বারা চকু আচ্ছাদন করিয়া অমরনাথের উরুদেশে মস্তক নত করিয়া রৌদন করিতে করিতে) যে দিগে চাই, সেই দিগেই কুল দেখতে পাইনে, চারিদিগেই অকুল পাথার ! অমর। আহা ! (আপনার কেঁচা দ্বারা কমল বাসিনীৰ চক্ষু মোচন করিয়া ) প্রেয়সি ! আর রোদন কোরনা, আর আমাদের বিচ্ছেদ হবে না ? অীর ভয় নাই। এ বার আমি তোমাদের সকলকে লোয়ে যাব। আব বিরহ যন্ত্রণ সইতে হবেনা। প্রেয়সি স্থির হও, স্থির হও । আহা ! যেমন একটা চুল্লি মধ্যে প্রবল অগ্নি ধকধক কোচ্ছে, এমন সময় ভাতে এক লোটা জল নিক্ষেপ কোলে সেই সকল অগ্নির তেজট এককালীন দশ গুণ উত্তপ্ত হোয়ে ঘোর ছন্থ শব্দে উৰ্দ্ধে উঠে বেরিয়ে যায়, তেমনৃই বিচ্ছেদ অনল হৃদয়ের মধ্যে জ্বোলতেছে, এই সময় মিলন হলে সকল যাতনাট। এক কালীন একত্রিত হয়ে দশ গুণ প্রবল হয়ে উঠে, শেষে ক্রমে শীতল হয়। তা আব চিন্তা নাই, আর এমন হবে না। আমি অতি পাষও যে আমি এত দিন তোমার এ ক্লেশের বিষয়ে তাদৃশ মনোযোগ করিনি। এখন আমার চৈতন্য হল। এখন আমি জানলেম যে আমরা পরস্পরের বিচ্ছেদে অন্ধ অতুর বধির অপেক্ষাও দুঃখী। o কমল। এবার যদি না লয়ে যাও তবে আমার তো যথার্থই বোৰ হচ্চে আমি বঁচিব না। কারণ তা হলে আমি যথার্থই জাম্ব ষে তোমার সকলই মৌখিক, আন্তরিক কিছুই নয়। অমর। হুঁ, তা বটেইতো। তা হলে তুমি অবশ্যই সে সন্দেহ কোর্ভে পার। তবে এ কথার আর দ্বিধা নাই। তোমাদের সকলকে লোয়ে বাওয়াই স্থির। আর এখন সেখানে মিওর কলেজ হয়েচে,সুশীলের পড়া শুনার