পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ । > R@。 কর্ণকুহরে গেলে মুক্তিভাণ্ডারে যা থাকে সব উঠে পড়ে। তবে আমরা এক্ষণে আসি । [ ন্যায়বাগীশ ও সঙ্গীগণের প্রস্থান । অমর । (স্বগত) দাদা কেন এমন করেন ? আহ ! এই সকল দুঃখী লোক, এরা কষ্ট পান, সুতরাং বলেন । ক্লেশ পেলে পরিশোধের ইচ্ছ। স্বাভাবিক, তা কথাতেই হোক, আর কার্য্যেতেই হোক, ন্যায্যই হোক আর অন্যায্যই হোক। রোগে মরে, কিন্তু বৈদ্য, যম, এবং বিধাতা পর্য্যন্ত গালাগালি খান । বড় রাগান্ধ লোক ঘরের চাল মাথায় লেগে বেদন পেলে হয়তো ঘরেই আগুন দিয়ে বুসে। কিন্তু তাদের মধ্যে কারুই কোন দোষ নেই। ত। দাদা তো যথার্থ দোষী, ও কে তো বোলতেই পারে। (কতিপয় ইস্কুলের ছাত্র সঙ্গে স্থশীলচন্দ্রের প্রবেশ) ছাত্রগণ । গুড মর্ণিং সরু ! অমর। গুড মর্ণিং টু ইউ অল ! ওএলকম্‌ ! ( সুশীলের প্রতি হাস্য মুখে ) কিহে মিত্রের পে], কি খবর ? সুশীল। ( সহস্য মুখে ) আপনি যে এদের সকলকে আসতে অtঞ্জা কোরেছিলেন, তাই এরা এসেচেন । অমর | ই ই ই, অবশ্যই আসতে পারেন । তোমার গোপীনাথ দাদাকে বল দেখি, ঐ তোষাখানার ভিতর কাগজ কলম গুল আছে দিয়ে যায় । স্বশীল। গোপীনাথ দাদা ওখানে নেই, আচ্ছ। আমিই আন্‌চি । ( মুশীলের সঙ্গে বালকগণ ব্যস্ততার সহিত নেপথ্যে গিয়া সকলেই বাম হস্তে কিছু কিছু কাগজ ও দক্ষিণ হস্তে পেন লইয়া পেনের বাণ্ডিলগুলি দেখিতে দেখিতে প্রত্য{গমন ) ।