পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ । KK অমর। তা, অনায়াসে পাবেন । ওঁর কোমৃ মাস্তুত দেবর এখানে এসেছিলেন ? তার নাম কি ? চারু ( নীলনলিনীর প্রতি ) কি নাম ? নীল । মুসরিময় রায়। চারু । সুসরিময় রায় । অমর। ওহে ! সুসারময় তোমার দেবর ? বটে, আহা চমৎকার ছেলেটি ! আমার মুশীলের মত অনেক তাতে আছে। আচ্ছ, তবে তোমরা এখন যাও । [ বালিকাগণের প্রস্থান । ( বাজারের কতিপয় দোকানদারের প্রবেশ ) দোকানদার সকল ক্রমশ । (দণ্ডবৎ করত) আশীর্ব্বাদ কোর, আশীর্ব্বাদ কোর, আশীর্ব্বাদ কোর । অমর । ( দক্ষিণ হস্ত ললাটে সংলগ্ন করিয়া ) এস,এস,এস । তোমরা সকলে আtছ ভাল ? ১ দোকান। আর্গে হুঁ, মশার আশীববাদে সব ভাল।—সব ভাল বটে, কিন্তু টেসকোতে, টেসকোতে আমাদের একেবারে নাস্তা খাস্ত কোরে ফ্যালবার যে কোরেছে। আমাদের হয়েচে ক্যামন না ঐ যে একটা শোলোক বোলে থাকে যে “মড়া মেয়ের কোড়া ডাগোর, ৮ তে তাই হয়েছে এই তোমার লোকনাথ পুরের বাজারের দোকানদারদের। দোকান হল তিন কড়ার, তার টেস্ক হল তিন পয়সা । এতে আর কি তাশ্বি আছে ? আপনি বা খাই কি ? ইস্তিরি নোকে বা খাবাই কি ? আর যার মাটিতে বমুতি কোত্তে নেগেচি, তাকে বা দেই কি ? অমর। কেন তোমাদের টেকস্ কি অধিক হয়েছে ? ২ দোকান। বলে অধিক হয়েছে, আরে অধিক যেতি না হবে, তবে