পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ । ১৪১ র্যাড়ে। ই, তার আর ভুল ? তবে আমি চোল্‌লেম । [ প্রস্থান । জমি। ওঃ ! কি ভয়ানক লোক ! একে কখনই বিশ্বেস করা নয়। তা যাক, এখন তো গোল বেদে উন্মুল ভারি। কি হয় কিছু বলা যায় না। এ কথা তো ছাপি থাকুবে না। প্রকাশ হবেই হবে —অরে, তামাকু দে – ( গাত্রোথন কবিয়া ইতস্তত পায়চারি এবং গোফে তা দেয়া ) যার সঙ্গে লাগা গেল, তাকে মুখে যা বলি, কিন্তু আসলে সে যেমন তেমন লোক মা ! যদি গলায় দড়ী দিযেও মরে, তাতেই যে এক উলটু পালট হোতে পাবে। (র্যাড়েশ্বরের পুনঃ প্রবেশ ) কি খবর ? ভাল তো ? ষাড়ে। ভাল বই কি ? ষণ্ডারাম যাতে যাবেন তা তো বলিচি। তবে কিনা একটু খুত হল। তা তাতে কিছু বোয়ে যাবে না। জমি। খুঁত ? এহ্ ! ঐ তো । এ সব কন্ম সববঙ্গ সুন্দর হয়ই না । এ সব কন্ম গর্ব্বমির বেয়ারামের মত, এর ওষুধ পয্যন্ত খারাপ, শেষ পারার কম্বুর। তা, কি খুত, কি খুত ? র্যাড়ে। খুঁত এমন আর কিছু না, সে মাগীরে নালিশ কোত্তে রাজী হল না কোন মতে । তার পর এক মাগী সেই বাড়ীতে দাসী আছে, তাকে দিয়েই সেই ছেলে আনিয়ে এক ডুলি কোরে এক বুড়ীকে সঙ্গে দিয়ে দারোগার সঙ্গে আগে যোগ কোরে যে সাক্ষীদের বড় সল টল না করে। এই কোরে তো নিকেশ করা গেল । জমি। দারোগা কি বোল্লে ? ষাড়ে। দারোগা অতি খাসা লোক। সে আপনার নাম কোর্ত্তিই বোললে, তবে আর বোলতে হবে না ; যখন বাবু এতে আছেন, তখন