পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ 8V, অমরনাথ । দিছল, আজ দুদিন ধোরে তোমার খোষামোদ কোরে বেড়িয়েচে, তা তাদের আর অপরাধ কি ? তুমি এখন বড় লোক হয়েচ, এসব আর তোমার গ্রাজি নেই। ভাল, এ কথার গোল ছলে যে তোমার কর্ম্ম কাজের দফা রফা হবে, এ মোট কথাটাও কি তুমি বুঝতে পাল্পে না ? অমর। (বৈরক্তির সহিত উরু দেশে করাঘাত ) আপনি কি বোলচেন, আমি কিছুই বুঝতে পাচ্ছিনে যে মাথামুণ্ড ! যা বোল্‌তে হয় বলুন, ভেঙ্গে চুরে । র্যাড়ে। (স্বগত) হা, এই উত্লে উঠেচে ! (প্রকাশ্যে) বোলব কি মাথামুণ্ডু মুখে আসে না যে ? হায হায় ! আমি যদি একটু জামৃতে পাতেম, তবে কি অব এ কথা বেরুতে পায়, তবে কি আর এমন সর্ব্বনাশ হয? অমর । (বিছানায় সজোরে করাঘাত এবং বেগে গাত্রোথান করিয়া) আপনার যা বল্বার, তা বোলে নিন আগে, তার পর সময় হলে আমাকে ডাকুবেন। (দ্রুতগতি ইতস্তত ভ্রমণ ) ধীড়ে। বোল্ব কি তবে এই শোন। ভাল, ও অগ্রদানীপাড়ায় ও চুড়ীর সঙ্গে যদি তোমার এমনই হইছিল–ভাল তাতে কিছু হান ছিল না । তা হল হল। অমন কার বা না হোচ্চে সোমত্ব কালে, তা হোক, যখন শেষটা এমন হল, তখন কেন তার পথ কোল্লে না ? অমর। আল্লাহ! কি জ্বালাতেই পোড়লেম! আমি জ্বলন্ত আগুণে পোড়লেও যে এতক্ষণ পুড়ে নিশ্চিন্ত হতেম ! সে যে ছিল ভাল! কি হয়েচে তাই কেন বলুন না ? র্যাড়ে। (উষ্ণতার সহিত) কি হয়েচে, সেই ছড়ীর একটা ছেলে হয়েচে ! আর যাতে তাদের চোলতে পারে, সে ছেলে কষ্ট না পায়, এই জন্যে আজ দুদিন ধোরে তোমাব খোষামোদ করাতে তুমি অগ্নগেরাজি করায় তার দারগার কাছে এতল দেছে ।