পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○む。 অমরনাথ । বোলে ধম্কে উটু তুন । তাতে অ কাড়তনি গো, অমন মানুষ কি এ কলিকালে আর হয় ! তা আর হোতে হয় নি। অtহ যেন দেখতে নেগিচি। ( অশ্রুপাত এবং অঞ্চলে মোচন )— কি বোলতেছ্যালু ভুলে গেনু, তারপর ই তারপর, বলে যা একটি বার জয়ার মা, তোব বেগেত্ব করি। এই যেভুন, কি করি, গিয়েই অমনি ঝুপ করে বৈখাম টেনে নিই পদিমটে নিবিয়ে দিতুন। আর অমনি বোল্তো ঝিমা ! তোমাদেব তরে আমার নেখাপড়া হবে নি। আমি মুরুক হয়ে থাকি। আমি বোলতুন আর আত জেগে পোড়তে হয়নি কারো। বেম হলে ত্যাখন কি হবে? আর অমনি বাছা আমার ধুপুস কোরে বিছনেতে শুয়ে পোড়ত। আর অমূনি ঠাকরুণ বোলুত জয়ার মা ! তুই আতি জন্মে ওর মা ছেলি । আহ ! সে সৰ স্বগগের মানুষ সগৃগে গেল, আমরাই রোইনু ঘুটে কুডুতে ! ( অজ্ঞপতি এবং অঞ্চলে মোচন ) بہھسم . কমল। কেন বি মা, তোমার কি কিছু ক্লেশ হোচ্ছে ? কেন তুমি দুটে কুডুচ্চে, এ কথা বোললে কেন ? &r জয় । ও মা ! না না, ঘুটে কুডুব কেন, বালাই ! আমার সিষ্টিধর বেচে থাকু, আমার সুশীলচন্দর বেঁচে থাক, আমার পদমুখী বেঁচে থাকু । আর মিত্তে কথা কইতে পারিনে মা, তোমাব মতন বউ দেখিনি । যেখানে যাই সকলেই বলে মানূষের মেয়ে বটে, বুকের উপর দিয়ে মাড়িয়ে গেলেও অ কাড়ে নি । কমল। তা যাও, তুমি গিয়ে আহারের ঠাই কব, অনেকক্ষণ রান্না হয়েচে । [ সকলের প্রস্থান ।

  • চারুকমল ।