পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমবনাথ । $ ዓm মতি । সেকি ? আমার যদি অবসর হয়, সেকি ? আমার এসংসারে তোমার মায়ের কথা শুনা অপেক্ষ অধিক প্রয়োজনীয় কিছুই নাই । এমন কিছু কর্ম্ম নেই যে তোমার মায়ের আজ্ঞা পালনের প্রতিবন্ধক হয় । বরং সেই আজ্ঞা পালন করাই আমার সকল কার্য্যের প্রতিবন্ধক হোতে পারে। চল আমি এক্ষণেই যাব। তুমি এক টু শাস্ত হও দিখি চাদ । ভয় কি ? আমার জীবন সত্বে, আমার সাধ্যর মধ্যে তোমাদের বস্ত্রের একখণ্ড স্থত্রেরও কেউ অনিষ্ট কোর্ত্তে পারবে না। [ সকলের প্রস্থান । -: দ্বিতীয় গর্ভtঙ্ক । জমিদারের বৈঠকখান । (জমিদার এবং ষাড়েশ্বর মিত্রের প্রবেশ ) জমি। সাবাস ! খুব বাহtছুরি কোরেচ ! অজ্জ ন যেমন এক বাণে স্কুষ্যোধনের এগাব অঙ্কহিণী স্যান একেবাবে অচ্যাতন কোরে ফেলেছিল, তুমি তেমনি এমন এক খেলা দেখিয়েচ যে দেশ মুদ্ধ লোকটা অবাক হেীয়ে গেছে। তোমার এ ফিকিরাট বড় আশ্চাজ্জি হেয়েছে ; যেন সাওতালের তীবের মত ঠিক নিশেন সই। যতার্থ কথা বোলতে হয়, এমনৃটি আমারও সকল সময় আসে ন! { র্যাড়ে। (স্বগত) মনে ভাবেন যে, মনিব হলিই বুদ্ধিমান আর চাকর হলিই বেয়াকুব ; এ জানেন না ষে টাকার চাকর প্রায়ই বুদ্ধির মনিব । (প্রকাশ্য ) সকলি হজুরের দৌলতে, তা নৈলে এ সব কি আমাদের কন্ম ? না আমরা এত খুন জখম হজম কোত্তে পাত্তেম ?