পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ । ❖ ጫማ মতি। তা নষ তা নয়। আপনি এক্টু শান্ত হয়ে আমার একটী কথা শুনুন । কমল । আপনি যা বোলবেন, তাতে আমি সকলই বুঝতে পাচ্ছি ! আমি একেবাবেই বোলে দিলেম যে আমি প্রবোধেব সীমা অতিক্রম কোবিচি। আপনি পৃষ্ঠত্রণকে সামান্য বিস্ফোড় জ্ঞান কোবে সেইমত ঔষধের চেষ্ট্রীয় বিলম্ব কোরে আরও অপকাব কোচ্ছেন। যত বিলম্ব হোচ্ছে ততই আমাব নাথের শরীবৃটি বিকৃত হোচ্ছে । মতি । মা, আমি আপনাকে প্রবোধ দিতে চাচ্ছিনে। আমি এই জিজ্ঞাস কবি, যে আপনাকে ভাব মৃত্যু সংবাদ কে দিলে ? কমল । ওহে ! তাই বলুন যে আপনি প্রবোধ দেবেন না, প্রবঞ্চনা কোস্থবেন । আপনি এই কথা বোলবেন যে, মৃত্যু সংবাদ মিথ্যে । তবে আমাকে নিজে সেই সন্ধানে বেরুতে হল । মতি । আমি সুদ্ধ কথায় বোলব না, আপনার বিশ্বাস হয় এমন ! প্রমাণ দিব। কিন্তু আপনাকে বোললে কে ষে তার মৃত্যু হয়েচে ? কেউ কি তঁর মৃত্যুর সময় উপস্থিত ছিল, কি ভঁার মৃত শরীর চক্ষে দেখেচে ? কমল । কেন ? এ কথা তে সকলেই বোলচে ! অfর গোপীনাথ বেtল্চে যে এ কথা ঠিক, যে জন্যে আর যার দ্বারা হয়েছে তাও সে বুঝেচে, সেই নিমিত্তে সুশীলকে এখান থেকে ওফাত কোর্ভে বোলচে । মতি । এ সর্ব্বইব মিথ্যা ! কিন্তু একখা যেন গোপন থাকে । জনরব যা হোচ্ছে, তা হোক। ফল, আপনি জামুন যে কালুকে রাত্রে তিনি এখান থেকে বিদায় হয়ে, আমার কাছে গিছলেন। আমি রাখবাব নিমিত্তে বিশেষ চেষ্টা কোল্লেম, তাতে, তিনি কোনমতেই সম্মত হোলেন না। তিনি ষে কথা বোল্লেন সে কথাও অকাট্য । নচেৎ আমি কখনই যেতে দিত্তেম না ।