পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ } । ۹۶ و তার পরে তার যাওয়; যখন স্থির হল, তখন আমি তার সঙ্গে সেই ইষ্টেসন পর্য্যন্ত গেলেম, তিনি গাড়িতে উঠলেন, গাড়ি চোলে গেল, তবে আমি এই প্রায় প্রাতঃকালে বাড়ীতে এলেম। একথা আর কেউ জানে না। কমল। এই কথাই কি যথার্থ । - মতি। আপনি জানেন ষে আমরা মিথ্যে কথা আদৌ ব্যবহার করিনে। তবে যে স্থলে মুদ্ধ আমার কথার উপরে একটি নিরপরাধীর জীবন নির্ভর করে,—অর্থাৎ আমি সত্য কথাটি বোললে তাঁর জীবন যায়, আর অস্বীকার কোলে অন্য কারো ক্ষতি হয় না, আর সেই ব্যক্তির প্রাণ রক্ষা হয়, এমন ঘটনা হলে কি হয় বলা যায় না । , . . . . কমল। তবে আপনি একটি জীবন দান দিলেন । কারণ আপনি উপস্থিত না থাকলে যে একথা মিথ্যে তাতে আর কেউ বলবার লোক ছিল না। তবে এখন আমার সুশীলের বিষয়ে কি পরামর্শ ? . মতি । --আমার তো বোধ হয় যে সুশীলকে স্থানান্তর করবার আবশ্যক নাই। কারণ তিনি যখন জীবিত তখন সুশীলের প্রতি হস্তারক হবার কারণও নেই, আর থাকলেও কারও এমন সাহস হবে না তবু আপনার মনে একটু ভয় সর্ব্বদাই থাকবে । এই জন্যে আমার পরামর্শ ষে সুশীল দিবসে ইস্কুলে যান এবং যেমন বাড়ীতে এসে থাকেন, তেমনই আসেন। তার পর পড়া বোলে লবণর উপলক্ষে রাত্রে আমার ঐ খেনে থাকেন। আমারও পরিবাররা সকলে আজকে বাড়ীতে আসবেন, তা হলে ওর কোন ক্লেশ হবে না। আর উীদেরও ঐ স্বশীল অন্ত প্রাণ; একদিন সুশীলকে না দেখে থাকুতে পারেন না। . . . . . কমল। আহা ! ভঁর আমি বিস্তুর ভরসা করি। ভাল তবে এই কথাই স্থির। কিন্তু সুশীল বলে যে এখানকার যতদুর পাঠ হবার তাওর শেষ হয়েছে, আর এখানে ওর পড়া চলে না। । - . . . .