পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

為b"。 অমরনাথ । এক বৎসর হল । তাঁর পরে তো আর কিছু সংবাদ পাওয়া যায়নি। রাধামোহন বাবু কিছু জানেন ? রাধা । স্থা, জানি । সেই যে র্তার পীড়া সেটা এপিডেমিক ফিবর। তাতে তিনি এপর্য্যন্ত কষ্ট পেয়ে এক্ষণে আরাম হয়েছেন । আমি সে দিন র্তার এক চিঠি পেয়েচি তাতে লিখেচেন তিনি আসচেন । ১ সভ্য। অtছ । তিমি এ সময় এলে বড় উপকার হয়। অমরনাথ বাবুব যাওয়া অবধি অfমাদের কর্মগুলি বহুতর কষ্টে এপর্য্যন্ত রক্ষা করা গেল । আর চলে না, বিশেষতঃ দানশীল সম্বন্ধে । দ্বিজ । গত মাসে দানশীলাব যে আয় তাতে পূর্ব মাসের দেন। শোধ দিতেই প্রায় শেষ হয়। আবার নূতন দেন কোরে সব দুঃখীদের দেয়া যায়। তা আমার বোধ হয় এই সময় বন্দ করা ভাল । মতি । সে কথা সত্য বটে, কিন্তু কেমন কোরে সেই দুঃখীদের বলা যাবে যে তোমরা আর এপথে এস না । তারা যখন কঁদিতে কঁদিতে হাহtকার কোরে ফিরে যাবে, তখন কেমন কোরে তা দেখে বাড়ীতে গিয়ে থাল পুরে অন্ন লয়ে আহার কোর্তে বোসব । আহা ! অমরনাথ তুমি দশ লক্ষের প্রথম অঙ্কটির মত লুপ্ত হয়েণে সকলই শুন্যময় কোরে গেলে ? তবে আর কি করা যাবে ? যেমন বৈদ্যের রোগীর মুমূর্ষ কালে অপার্য্যে অন্তঃকরণ দৃঢ় কোরে তাঁর আত্মীয় স্বজনকে অন্তর্জলি কোতে বলে, তেমনি আমাদেরও পাষণ্ডের ন্যায় এ সকল দুঃখী উপায় হীন লোককে নিরাশীর সংবাদ দিতে হবে । ২ সভ্য। ( নেপথ্যের প্রতি দৃষ্টি করিয়া ) এই ষে মুসার বাৰু। ( সুসারময়ের প্রবেশ ) সুসার । ( সকলের সহিত মেলামিলি কবিয়া ) ওঃ মহাশয় আমি আসবার জন্যে যে কি পর্য্যন্ত ব্যস্ত সে কথা কিছু বোলে উঠতে পারিনে।