পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ } పి'న আর আমাকে গলাগলি দিতে দিতে চোলে যাবে! না শুনলে যদি ভাতই হজম হয়, এমন বুঝতে পার, তবে এত ঘ্যাঙাচ্ছে কেন বল ! বস, ও কথা ছেড়ে দাও, অন্য ভাল দুট গোসাই দেবতার কথা কও ৷ মুসার। তা মন্দ কি ? আমি জিজ্ঞাস কচ্ছি এই জন্যে যে, মানুষটি দেখতে শুনতে ভাল, এমন সচরাচর দেখতে পাওয়া ষায় না, তাই বলি যে কে ? এই । তা না হলে আমার জিজ্ঞাসারই বা প্রয়োজন কি ? আর জানবারই বা দরকার কি ? নীল । ওঃ ! ত৷ এই বই তো না । তবে যাক ও কথা, এখন কাজের কথা হোক। এবার তোমাদের ও অঞ্চলে ধান হয়েচে কেমন ? সুসার। দেখুন। একজন ভদ্রলোকে একটা কথা জিজ্ঞাসা কোলে তার উত্তর করা উচিত। নীল । তা হ্যা দ্যাখ, ঠাকুরপে ! আমাদের যদি উচিত অনুচিত বোধ থাকবে, তবে আর আমরা মেয়ে মানুষ কেন বল দিখি ? ভাল তা তুমিই কেন ও কথা ছাড় না ? মুসার। কেন, বোলুলে কি কিছু দোষ ছিল নাকি ? নীল । বালাই ! দোষ ? ছি! আমন কথা কয় না । দ্যাখ! পুরুষ মানুষের বুদ্ধি বড় বটে, কিন্তু তাই বোলে মেয়ে মানুষ যে একেবারে জানোয়ার, তা নয় । মেয়ে মানুষও মানুষ । তোমরাই যে দাড়িয়ে চল, আর আমরা যে উবুড় হোয়ে চলি এমন নয়। স্ত্রীলোকটি বড় সুন্দরী, এই জন্যে জিজ্ঞাসা কোচ্ছ । সুন্দরী হয় ঐই আছে, তোমার তাতে কি ? তুমি কি কোম্পানির সরকার থেকে যত সুন্দরী স্ত্রীলোকের তালিক করুবার কর্ম্ম পেয়েছ নাকি ? ময়রার দোকানখানি দিবিব সাজান, জিনিসগুলি দিব্বি পরিষ্কার, আহ ! এ দোকানখানি কোন ময়রার ? কিন্তু টাটকা রসে ভরা জিলিপিগুলি দেখে যে মনটি লক লক্ কোচ্ছে, সে টুকু কেউ