পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s సిe & অমরনাথ । দেখতে পাচ্ছে না । আচ্ছ, দেখি দিখি তুমি কতক্ষণ ডুব দিয়ে থাকতে পার। তুমি যতক্ষণ না স্বীকার কোরবে যে, তোমার মন ঐ দিকে ঝুকেছে, ততক্ষণ আমি বোল্ব না । r * - - - মুসার। হাঃ হাঃ হাঃ ! আপনি ভারি ঝানু । যথার্থ বেলুচি স্ত্রীলোক আপনার তুল্য স্থচতুরা আমি দেখিনি। ভাল, অtছা, হলই যেন আমার মন ঝুকেছে। এখন বলুন । , . নীল। তবু তলায় একটু লাগাড় রাখলে ? ভাল ষাক, আর কাজ নেই । ঐ ওঁরই নাম চারুকমল । 3. . - সুসার ৷ অমরনাথ বাবুর কন্যা ? নীল: ; ইr 1 : - - স্বসার। মুন্দরী যাকে বোলতে হয় ! কি শরীরের যুত, যেন গোথুর সাপ ফণা ধোরে দাড়িয়েচে ! আহ ! যখন আমার দিকে চেয়ে দেখিই চটু কোরে মুখ ফিরিয়ে নিলে, তখন ঐ ইয়ারিং দুটি এমনি চক মক কোরে উঠে দুলতে লাগল, আমার বোধ হল যেন, আমার প্রাণটির গায়ে গিয়ে ঠুক ঠুকু কোরে লাগতে লাগল। আর ইয়ারিং আমি যত রকম দেখিচি, তার মধ্যে এই রকমই ভাল। । X নীল। ও মা, কি হবে! এত গনগোনে আগুণ ছিল এই ছাইয়ের মধ্যে! এর মধ্যে এত দূর হল যে অমন ইয়ারিং আর দেখনি। যে যার নজরে লাগে তার নাকে একটা বিস্ফেীড়া হলেও বোধ হয় যে নাকে বিস্ফোড় হওয়াটাই স্বপ্রার প্রধান লক্ষণ। হাঃ হাঃ । মুসার। না, না, সে তামাসা যাক। আচ্ছা, অমরনাথ বাবুর মেয়ে, তা,—ভা,—তা;—ওঁর বুদ্ধি সাধ্য কেমন ? আর লেখা পড়ার কথা তো শুনিইfচ, এখানকার বালিকা বিদ্যালয়ের প্রধান ছিলেন উনি । , নীল। বুদ্ধি ? তা এই বোঝ যে আমাদের একে জায়গাতে বাড়ী,