পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>分伊 অমরনাথ । চারু। বল কি ? তবে যে বড় দুঃখের বিষয় । তা ভাই আমাব দোষ কি ? শূর্য পোকাব গায়ের লোমেতে লোকের অনিষ্ট হয়, কিন্তু সে পোকাব তাতে দোষ কি ? তা সই আমি কি করি, আমার মৃত্যু না হলে এব উপায় নেই। তা তোমরা এক্টু অধিক চেষ্টা কোরে ওঁর বিযে দেয়াও না কেন ? নীল । সে যদিও হোত তা অর্ণব হয না । সে যে পড়া পোড়েছে তোমাব উপর, সে যে অীর কারো নাম শুনবে এমন বোধ হয না । চারু। তা যারা বড় দৃঢ় প্রতিজ্ঞ, তাদের প্রতিজ্ঞ ভাঙলে একেবাবে চুবমাব হয়ে পড়ে । যেমন কাচা মাটির চাপড় একখান পোড়ে ভাঙলে, সে জুই চারি খণ্ড হয়, আবার ঘোড়া দিলে ষোড়া লাগতেও পাবে। কিন্তু একটি কঠিন মাটির ঢেল ভাঙলে একেবারে ধুলো হয়ে যায় । নীল । আচ্ছ সই, তোমাকে একটা কথা জিজ্ঞাস কবি, মনের কথ। বোলবে তো ? চারু। তোমাব সঙ্গে যত কিছু বলি, সবই মনের কথা । নীল । আচ্ছা, তোমার বিবাহ কোর্ভে ইচ্ছে করে না ? চারু । আমাব বিবাহ ! আহা ! আমাব বিবাহের টিকে হয়ে গেছে ? আর বিবাহ হবার যো নেই । নীল । সেকি ? চার্য । যেমন ছেলেবেল বসন্তের টিকে দিলে অীর বসন্ত হয় না, তেমনি আমার ছেলেবেল বিবাহেব টিকে হয়ে গেছে, অীব বিবাহ द् िन। ! श्i8 श्f: ! নীল । না না, যথার্থ তোমার ইচ্ছে কি হয় না ? চারু। ইচ্ছে হোকু আর নাই হোকু, আমার বিবাহ হবেই, আবে সে অতি অপুর্ব্ব বিবাহ। আমার সব জাতি বন্ধু এরা হবেন আমার পাকির