পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ । ૨૦ છે দৈবে লোভ বশে, কাঠগড়াতে পশে, অম্‌নি নরে কশে, নিগড়ে বলে । কোরে কারি কুরি, ভাঙ্গে ভারি ভুরি, সব জারি জুরি, বিগড়ে কলে ॥ গেল সে বাহার, আর কে কাহার, কিঞ্চিত আহার, সুখের আশে । না বুঝিয়ে সন্ধি, মানুষের ফন্দি, হোতে হল বুন্দি, হুখের পাশে ॥ ঘটিল কি দায়, কথায় কথায়, উঠায় বসায়, সামান্য নরে । 創 অস্কুশে গুমান, যায় যায় মান, গাধার সমান, অমান্য পরে ॥ পরাধিনী হয়ে, মরে বোঝা বোয়ে, থাকৃতে হয় সয়ে, কাঁদিলে তো সেই । নাহিক উপায়, বেড়ি কশা পায়, খেতে দিলে পায়, না দিলে তো নেই ॥ এই শুনলে ? তবে কাজ কি মিছে ঝঙ্কটে । মিছে একটু ঘোড়ায চড়াব সক মেটাতে গিয়ে আজন্মকাল হাত পা ভেঙ্গে পোড়ে থাকা । নীল । আচ্ছা সই, আর একটি কথা জিজ্ঞাসা কবি । আচ্ছ স্থসারময় পাত্রটি কেমন ? চারু । বড় ভtল । কিন্তু দুঃখের বিষয় এই ষে উমি যে অtশায়