পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ । ২০৩ পঞ্চম গর্ভাঙ্ক । ব্রাহ্ম সমাজ-গৃহ-দেশহিতৈষিণী সভা । (মতিলাল দত্ত দ্বিজরাজ সোম এবং অন্যাস্থ্য সভ্যগণ । এবং রাধামোহন সরকার ) মতি। কেমন, দ্বিজরাজ বাৰু! এক্ষণে আমাদের কার্য্যগুলি যথেtচিত্ত মতে নির্ব্বাহ হোচে তো ? দ্বিজ । ই মহাশয়, স্ব সারময় বাবুর সাহায্যে অণর কোন ক্লেশ মেই । মতি । অtহা, কি শুভক্ষণেই স্বসাব বাবু আমাদের এখানে এসেছিলেন ! আবাব এই রাধামোহন বাবুর কাছে শুনিচি উনি নাকি অমরনাথের—আহা ! মাম কোল্লিই হৃদয়ের মধ্যে এমনি হয় যেন গন্ধকের খনিতে জল প্রবেশ কবে—অনেকগুলি নিতান্ত নিঃস্ব ভদ্রলোককে গোপনে সাহায্য করেন। দিব্য ছোকরাটি। ওঁর চেহারাতেই কেমন একটা কোমলতা আছে। নাসিকার অগ্রভাগটি যেন ঈষৎ ঘর্ম্মাক্ত, আর তুমি যে কথাটি কও তারই উত্তর ঈষৎ, হাস্যের সহিত দেয়া আছে। সেটি যে প্রকৃত হাসি তা নয়, তাতে এমনি ভাবৃটি যে তুমি যে ওঁর সঙ্গে আলাপ কোচ্চ তাতেই উনি আছাদিত । রাধা । হুঁ, মহাশয়। আর এমনি একৃটি লক্ষণ আছে যে, ওঁর কাছে কোন কথা প্রস্তাবের পুবেই এমনি বিশ্বাস হয় যেন উনি স্বীকৃত হবেন, আর এমনি ভাবে স্বীকৃত হন, যেন সেট ওঁর নিজেরই ইচ্ছা ছিল । কিন্তু আজ কদিন থেকে দেখচি যেন মনটা উচাটন। প্রাতঃকালে উঠে ওঁর মামার যে বাগান, সে তো এখান থেকে অধিক্রোশ, সেই বিলের ধারে, তা নির্জন বোলে সেই খেনে যান, আর আসেন স্নানাদি কববার সময় । সকল