পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/৪১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ প্রসঙ্গ \eS\ల cन छूबिहे ८षभिउ नाहेrव ! cनई नचांद्र शांब्र बटन *प्छ ? cनहे निख्ख बिनैष ? সেই জ্যোৎস্নালোক ? সেই জুই জনে মিলিয়া কল্পনার রাজ্যে বিচরণ ? সেই স্বছ नडौब्र चटब्र नंछैौब्र चांzजांकन ? cनहे छूहे जरन रडक श्रेब्र नैौब्रट्व बनिब्रा थांका ? সেই প্রভাতের বাতাস, সেই সন্ধ্যার ছায়া ! এক দিন সেই ঘনঘোর বর্ষার মেঘ, প্রাবণের বর্ষণ, বিভাপতির গান ? তাহারা সব চলিয়া গিয়াছে । কিন্তু আমার এই ভাবগুলির মধ্যে তাহাজের ইতিহাস লেখা রহিল। এই লেখাগুলির মধ্যে কিছু দিনের গোটাকতক হুখ দুঃখ লুকাইয়া রাখিলাম, এক-একদিন খুলিয়া তুমি তাহাজের স্নেহের চক্ষে দেখিও, তুমি ছাড়া আর কেহ তাহাদিগকে দেখিতে পাইৰে মা ! আমার এই লেখার মধ্যে লেখা রহিল— এক লেখা তুমি জামি পড়িব, আর এক লেখা আর সকলে পড়িবে।