পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুতরাং “নটীর পুরস্কার” পাইলে সম্ভবতঃ দরদপ্তর করিতাম না । এ সব কথা আপনার জন্য লিখিতেছি না ; লিখিতেছি, বিশ্বভারতী কার্য্যালয় অামার প্রতি তানাস্থ দেখাইয়াছেন ও অবিচার করিয়াছেন, এই বিশ্বাসবশতঃ । এখন অবস্থা এই দাড়াইতেছে, যে, আপনি যদি অতঃপর অামাকে বিন! দক্ষিণায় কিছু লেখা দেন, কিস্ব কিছু দক্ষিণ গ্রহণ করেন, তাহা হইলে উভয় ক্ষেত্রেই বিশ্বভারতী কার্য্যালয়ের এবং অামাব এই সন্দেহ স্বভাত বই হইবে, যে, আমি বিশ্বভাবতীর আ থিক ক্ষতির কারণ । তএব আপনার নিকট আমার বিনীত প্রার্থনা এক্ট, যে, iপনি তা তঃপর অামাকে বাংলা বা ইংরেজী কোন লেখা দিনে না । আমি জানি, আপনার লেখা না পাইলে আমার কাগজ তুটির গৌরব হাস পাইবে । কিন্তু অতঃপর আপনার লেখা গ্রহণ ক বা আমার পক্ষে উচিত হইবে না। অামার হৃদয়মনে দুঃখের কারণেব অভাব নাই । তাহার উপর, বিশ্ব ভারতীর ক্ষতি করিতেছি, কিম্বা উহার যে সামান্ত সেবা আমি করি তাহা স্বার্থপ্রযুক্ত করি, এরূপ কোন সন্দেহের আঘাত আমার পক্ষে দুঃসহ হইবে । আমি যদি কোন ভুল করিয়া থাকি, কিম্বা আমার কোন ক্রটি হইয়া থাকে, তাহা সংশোধনের সুযোগ দিলে অনুগৃহীত হইব । ইহা পুনর্বার লেখা পাইবার কৌশল নহে, いに越 *