পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টমসনের বহি সম্বন্ধে লিখিত প্রবন্ধটি চাহিয়াছি । তাহী ছাপিব। যে প্রবন্ধটি অমিয়বাবু সেদিন দিয়াছেন, তাহাও ছাপিব । আপনার অন্ত কোন লেখা সম্বন্ধে আমার প্রার্থনা নাই। বোধ হয় আমাকে অন্য কোন লেখা না দেওয়াই ভাল । একটি কথা আপনাকে বলিয়া রাখি । বিশ্বভারতী সম্বন্ধে একটি দীর্ঘলেখা পাইয়াfছ । তাহাতে প্রধানতঃ, উহার জন্ত প্রদত্ত টাকা ব্যয় ও গচ্ছিত রাখা সম্বন্ধে সমালোচনা আছে । আমি মনে করিতেছি, প্রথমতঃ কর্মসচিবের নিকট হইতে information চাহিব । তাহার পর কি করিব, তাহ! এখন ও স্থির করিতে পারি নাই । ইহা ও আমার একটি বিপদ ; যাহাই করি না কেন, তাহার কুব্যাখ্যা হইবে । কিছু না করিলেও কুব্যাখ্যা হইবে । 2이5 শ্রীরামানন্দ চট্টোপাধ্যায় পুঃ ; প্রবাসীর ভাদ্রসংখ্যা হইতে আমি আপনার লেখা হইতে বঞ্চিত থাকিতে প্রতিজ্ঞা করিলাম। সুতরাং টমসনের বহি সম্বন্ধে লেখাটি ছাড়া অনুগ্রহ করিয়া আর কিছু পাঠাইবেন না । অমিয়বাবুকে বলিবেন তিনিও যেন আপনার আর কোন চিঠি না পাঠান। প্রবাসী crushcd zz ft Ri, Etztă experiment Gi Roose{ সন্তোষজনক রূপে হইয়া ষাওয়াই ভাল । প্রণত শ্রীরামানন্দ চট্টোপাধ্যায়