পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/৪৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

80s রবীন্দ্র-রচনাবলী স্বধীরে আঁধার-ঘোমটা হইতে কুকুমের খোলো হাসে মুচুকি । এস কলপনে ! এ মধুর রেতে कउ कि अङ्घऊ झरि ! চারি দিকে ৰেখা ফুলে ফুলে অালা উড়িছে মধুপকুল । ফুলদলে-দলে ভ্ৰমি ফুলবালা র্য দিয়া ফুটায় ফুল। দেখিবে কেমনে শিশিরসলিলে মুখ মাজি ফুলবালা কুস্বমরেণুর সিছুর পরিয়া ফুলে ফুলে করে খেলা । দেহখানি ঢাকি ফুলের বসনে প্রজাপতি-’পরে চড়ি কমলকাননে কুস্থমকামিনী ধীরে ধীয়ে ৰায় উড়ি । কমলে বসিয়া মুচুকি হাসিয়া জ্বলিছে লহরীভয়ে, হাসিমুখখানি দেখিছে নীরবে সরসী-আরসি-’পরে । ফুলকোল হতে পাপড়ি খসায়ে সলিলে ভাসায়ে দিয়া চড়ি সে পাতায় ভেসে ভেসে যায় ভ্রমরে ডাকিয়া নিয়া ।