পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কালে ছিল না, আমি তাহ চাই নাই, এবং চাহিলেও আপনি সেরূপ হাস্যকর আবদার পূর্ণ করিতেন না। আর এক প্রমাণ, আপনি ভিয়েন হইতে যে চিঠি আমাকে এখানে পাঠান, তাহার নকল এখানে অন্ত তঃ তুষ্ট ব্যক্তির নিকট আসিয়াছিল । “বিচিত্রার” সহিত ই হাদের কাহার ও কাহার ও যোগ আছে । “বিচিত্রার” capitalist সরল অন্তঃকরণে টাক! দিয়া থাকিবেন ; ইহা বিশ্বাস করিতে কোন বাধ। দেখি না । কিন্তু প্ররোচক ও উদ্যে জ্ঞাদের কাহাকে ও কাহাকে ও আমি আপনার চেয়ে ভাল করিয়া চিনি। তাহাদের দ্বারা প্রবাসীকে crush করার কথা বটিয়াছে । আপনার সহিত সম্বন্ধ ত্যাগ অামি কেন করিব ? “প্রবাসীব” সাহিত্যিক সম্বন্ধ ছেদন গভীর তুঃখের সহিত করিতেছি ; স্পৰ্দ্ধার সহি ত কবিতেছি না । ক্ষুদ্রচেত। লোকদের বাকবাণ সহ করা আমার এখন ক্ষমতার আ তা ত হইয়াছে বলিয়। আমি এই উপায় হাবলম্বন করিলাম । ইহা আমার সমূহ ক্ষতির এমন কি সবনাশের ও কারণ হইতে পারে আশঙ্কা করিয়া ও করিলাম। স্থয্যের কিরণ সহ্য হয়, বালুকার উত্তাপ সহ্য হয় না । আমি অনেকের কাছে বলিয়াছি, যে, “বিচিত্রার” দ্বারা এই একটি উপকার অস্ত তঃ হইবে, যে, রবিবাবু আবার আর একটি উংকৃষ্ট উপন্যাস জগংকে দিবেন। আমি আশা করি, আমার ব্যবহার আপনার মনের স্থৈর্যা ২/১ ঘণ্ট। অপেক্ষা বেশী সময়ের জন্য নষ্ট করে নাই, এবং আপনি বরাবর আরও ভাল ভাল জিনিষ জগংকে দিতে থাকিবেন । আমি ব্যবসাদার \*>