পাতা:প্রবাসী (সপ্তদশ ভাগ, প্রথম খণ্ড).pdf/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হেমেন্দ্ৰবাবুর নুতন অ্যাটখানা সংস্করণ উপ - ন্যাস । দেশের গোঁরবের সামগ্ৰী । বাঙ্গালী-পটন বারণী ১ ভেতো বাঙ্গালীর অভূত কৃতিত্ব, বাঙ্গালার গুপ্ত খনি এতদিনে প্ৰকাশিত হইল জালার গৌরবের বড়াই শরৎ বাবু নানা বিচিত্ৰ ঘটনার ভিতর দিয়া কণা করিতে এমনটা অার নাই- অার হইবে ন কে ফুটাইয়া তুলিয়াছেন, ঘটনাগুলি শুধু বিচিত্ৰ নহে প্ৰাপ্তিস্থান—গৌরীশঙ্কর লাইব্রেরী । তাহাদের মধো অভিনবত্বও অাছে ৩ নং কৰ্ণওয়ালিস টে, কলিকাত গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সন্‌স ছেলেমেয়েদের উপহারের সুন্দর নৃতন বই যিনি শিশুসাহিত্যে নুতন যুগের প্ৰবৰ্ত্তক, বঙ্গের প্রতি হেই যাহার ৭বাণী নিত্য পঠিত হইতেছে, যিনি এদেশের শিক্ষিত ব্যক্তিমাজেরই নিকট সুপরিচিত—- সেই শ্ৰীযুক্ত যোগীন্দ্ৰনাথ সরকার সঙ্কলিত সম্পূৰ্ণ নুতন ধরণের নুতন পুস্তক “খেলার গান ও কবিতা প্ৰকাশিত হইয়াংে এদেশে একৃণ পুস্তক এই প্ৰথম, "ছেলে মেয়েদের শিক্ষ ও আনন্দের এখন সাথী অার নাই, পুস্ত কথানি নুতন করে, বহুমুলা এটিক কাগজে মুদ্রিত, বিলাতির প্লাম্ব সুদৃশ্য বাধাই, মূলা । আট আনা । লব্ধপ্ৰতিষ্ঠ লেখক শ্ৰীকাৰ্ত্তিকচন্দ্ৰ দাস গুপ্ত বি, এ প্ৰণীত সাবিত্ৰী শ্ৰীশরচ্চন্দ্ৰ ঘোষাল এম, এ প্ৰণীত দুইখানি পারে লই সিন্দুৱে বৰ্ভার—সাগর জলী লেখা মাঝে রামধনু রংএর ছ পাচ থানা ৰিবৰ্ণে মুদ্ৰিত চিত্ৰসহ চলতি কথায় সাবিীর উপাখ্যান বৰ্ণিত হইয়াছে কাগজ, ছাপা, ও ধাঁধা অতি সুন্দর, ছেলেমেয়েরা পড়িয়া আনন্দ পাইৰে, যত পঢ়িবে ততই পড়িতে ইচ্ছা হইবে মূল্য মাত্ৰ / ছয় আনা প্ৰাপ্তি স্থান—ফ্ৰেণ্ড এণ্ড কোং, ৬৪ নং কলেজ ষ্ট্ৰীট, কলিকাতা পৃথিবীর পুরাতত্ত্ব। W যিনি বৈজ্ঞানিক প্ৰণালীতে লিখিত story o c world পড়িয়াছেন তিনি এই প্ৰাগ ঐতিহাসিক কালের অত পুৱাত না পঢ়িলে তাহার জ্ঞান অসম্পূৰ্ণ থাকিবে । উক্ত অসম্পূৰ্ণ ইতিহাসে যে তত্ত্ব ৱিস্কার হয় নাই, এই ধারাবাহিক পুরাতন্তে তাহা সুন্দরৱণে বৈজ্ঞানিক প্ৰণালীতে মীমাংসিত হইয়াছে । অথচ ই পুরাতত্ব উক্ত ইতিহাসের ৩ বৎসর পূর্বে প্ৰকাশিত হইতে আর হইয়াছে। প্ৰকাশিত ২ খণ্ড ২ মূল্যে গ্ৰহণ রিয়া বাঙ্গালীর অদ্ভুত প্ৰতিভাব পরিচয় গ্ৰহণ করুন বে বাঙ্গালী এখন পৰ্য্যন্ত পৃথিবীতে অদ্বিতীয় এই পুরাত পাঠ না করিয়াছেন, হার জীবন অসম্পূৰ্ণ থাকিবে প্ৰতি লাইরেীতে রাখুন—প্ৰতি ঘরে ঘরে রাখুন তোলন্দ— রাজসাহী গ্ৰন্থকারের নিকট এবং আমাদের নিকট পাইবেন শ্ৰীগুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সন্‌স, ২০ ১ নং কৰ্ণওয়ালিস টুট, কলিকাতা । বসাইবার সময় উপস্থিত এবং আমাদের নিকট এনে নানা প্ৰকার উৎ জাতীয় গোলাপের কলম প্ৰত আছে প্ৰতি ডজনের মূল্য জাতি অনুসারে বার আনা বইতে ৬২ টাক আজ কাল বসাইবা শাক শল্পী বীজ ১ কট অ্যাট মান 1 1 * গাছ ও বীজাদির দর ক্যাটলগে বৈ নুরজাহান নাসারী, নং গাছি যালেন, কলিকা প্ৰবাসী-বিজ্ঞাপনী রায় সাহেৰ ডাঃ কে, সি, দাসের স্বাস্থ্য-সহায় যদি শরীর সুস্থ রাশিয়া সাংসারিক সুখ উপভোগ তে চান তবে প্ৰত্যেক স্ৰী পুৰুষের অবশ্য- জ্ঞাতব্য দৈনিক পাবকীয় অমূল্য উপদেশ পূৰ্ণ এই গ্ৰন্থ পাঠ করুন। ইহা বিনামূল্যে ও বিনা ডাক মাপে বিতরণ হইতেছে স্বাস্থ্য-সহায় ঔষধালয় জ্বাসিম রোড, কালিকাতা SARAT GHOSE & 0. 5 Lower Chitpur Road CALCUTTA The Best place Organs, Violins, Sears and other Box I am no । Single Need from Rs. lo ou c Reed from Rs 5 from Rs 36 rom Rs. 7-8 বাথোনিয়া গান-শিক্ষ। by Dak Repairs undertaken. কিৎ এণ্ড কোম্পানি হোমিওপ্যাধিক ঔবধ ও পুস্তক বিক্ৰেত ৮৭, হারিসন রোড ও ব্ৰাঞ্চ ৪৫, ওয়েলেসলী ইট সাধারণ ঔষধের মূল্য—eিt / প্ৰতিষ্মা, ১ হইতে ১২ ক্ৰম । - প্ৰতিস্থান, ১৩ হইতে ৩০ কম। প্ৰতিদা, ২০০০ ক্ৰম ১২ প্ৰতিড়াম সরল গৃহচিক চা— গৃহস্থ ও ভ্ৰমণকারীর উপযোগী, কাপড়ে বাধান ৩৩৬ পূঃ, মূল্য টাকা মাত্ৰ ১১ মাল ১ ইন্যানটাইল লিভাৱ-ভঃ ডি, এন, বা, এম, ডি, কৃত ইংরাজ পুস্তক, ১৮ পূঃ, কাপড়ে ধাধান মূল্য ২০ টাকা মাত্ৰ শ্ৰীচারুচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়ের লেখা সম্প্ৰতিকার উৎকৃষ্ট ছোটগল্পের বই চাঁদমালা৷ সমাজের ও মানবমনের বিচিত্ৰ সুস্থ জটিলতার নিপু বিশ্লেবণ প্ৰত্যেক গল্পে পরিবেষণ করিতেছে । পড়িয়া দেখুন- তৃপ্ত তুষ্ট হইবেন দেখিতেও সুন্দর— চঙা মলাট, ছাপা কাগজ অত্যুত্তম । মুলা এক টাকা । সব দোকানেই পাওয়া যায় , আলুমিনিয়ম অামাদের ফারমই সৰ্ব্বাপেক্ষা হরেক রকমের মাল মজুত আছে ºন চাহিবামাত্ৰ পাওয়া যায় পাইকারদিগের দর স্বতন্ত্ৰ । ভাঙ্গা ও পুরাতন ফেরৎ লওয়া হয় । চাহিয়া পাঠাইলে মূল্য-তালিকা বিনা-মূল্যে পাঠান হয় । জীয়ন লাল এণ্ড কোং টেলিঃ নং ৪১২ ৫৫ ক্যানিং ষ্টট, কলিকাতা শাখা - এ ৭৮-৭৯ মিউনিসিপ্যায় যাৰ্কেট ।