পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/৪৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শৈশবসঙ্গীত এতেক শুনিয়া আমরা দুজনে বসিন্থ চাপার তলে, স্বমুখে মোদের কমলকানন নাচে সরসীর জলে । এ কি কলপনা, এ কি লে। তরুণী, ছরস্ত কুস্থমশিশু ফুলের মাঝারে লুকায়ে লুকায়ে হানিছে ফুলের ইষ্ণু । চারি দিক হতে ছুটিয়া আসিয়া হেরিয়া নুতন প্রাণী চারি ধার ৰিরি রহিল দাড়ায়ে যতেক কুস্বমরাণী । গোলাপ মালতী, শিউলি সেঁউতি, পারিজাত নরগেশ, সব ফুলবাস মিলি এক ঠাই ভরিল কাননদেশ । চুপি চুপি আসি কোন ফুলশিশু স্ব। মারে বীণার পরে, ঝন করি বেই বাজি উঠে তার চমকি পলায় ভরে । আমনি হাসিয়া কলপনাসখী বীণাটি লইয়া করে ধীরি ধীরি ধীরি স্বছল মৃছল বাজায় মধুর স্বরে । আৰাৰু হুইয়। ফুলবালাগণ মোহিত হইয়া ভানে নীরব হইয়া চাহিয়া রহিল শোভনার মুখপানে । ধীয়ি ধীৱি সবে বসিয়৷ পড়িল হাতখানি দিয়া গালে, Hvථළු