পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/৪৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8श्रणवमत्रोप्छ ভ্ৰকুটি করিয়া নিদয়া মালতী যেতেছে স্থদ্বরে চলি, মৃদু-উপহাসে সরল প্রেমের কোমলহৃদয় দলি । অধীর অশোক যদি বা কখনো মালতীর কাছে আসে, ছুটিয়া অমনি পলায় মালতী বসে বকুলের পাশে । থাকিয়া থাকিয়া সরোষ ভ্ৰকুটি অশোকের পানে হানে— ভ্ৰকুটি সেগুলি বাণের মতন বিধিল অশোকপ্রাণে । হাসিতে হাসিতে কহিল মালতী বকুলের সাথে কথা, মলিন অশোক রহিল বসিয়া হৃদয়ে বহিয়া ব্যথা । দেখ দেখি চেয়ে মালতীহদয়ে কাহারে সে ভালবাসে ! বল দেখি মোরে হৃদয় তাহার রয়েছে কাহার পাশে ? ওই দেখ তার হৃদয়ের পটে অশোকেরই নাম লিখা ! অশোকেরি তরে জলিছে তাহার প্রণয়-অনলশিখা ! এই ষে নিদয় চাতুরী সতত দলিছে অশোকপ্রাণ— অশোকের চেয়ে মালতীহজয়ে বিধিছে তাহার ৰাণ । মনে মনে করে কত বাল্প বালা অশোকের কাছে গিয়া ፀw®ፃ