পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আপনাকে তুটি অনুরোধ জানাইয়া রাখিতেছি । যদি স্বাস্থ্য ভাল থাকে ও অবসর পান তাহা হইলে কিছু করিবেন—আপনাকে বিন্দুমাত্রও পীড়ন করা আমার অনভিপ্রেত এবং অনভ্যস্ত তাহ। আপনি জানেন । ভাদ্রের প্রবাসীতে আপনি “ধ্যানী জাপান” শীর্ষক যে প্রবন্ধ লিখিয়াছিলেন, তাহার শেষে আছে—“ধ্যানের শক্তি আলোচনা করবার উদ্দেশ্যে এই প্রবন্ধ লিখতে বসিনি । কোরিয়া দেশের একজন যুবকের সঙ্গে একদিন আমার কি কথা হয়েছিল সেইটি জানাবার জন্যে কলম ধরেছিলুম। সে কথা পরে হবে ।” এই কথা জানিতে আমার ও অন্য পাঠকদের কৌতুহল আছে । যদি সহজে পারেন, অনুগ্রহ করিয়া কৌতুহল নিবৃত্তি করিবেন। o আমার কাগজ কুখানার সম্পাদকীয় কতক ভার বুবার উপর পড়িয়াছে। ভবিষ্যতে আরও বেশী করিয়া পড়িবে। সে প্রতি বৎসর মডার্ণ রিভিয়ুর চারিট বিশেষ সংখ্যা বাহির করিতে চায় । আগামী জানুয়ারী সংখ্যাতে সে Art, Archaeology s History Hoß zososoft fatass প্রবন্ধ দিতে চায়। আপনি যদি পারেন ত Art বা History সম্বন্ধে যে-কোন রকমের একটি প্রবন্ধ দিলে অনুগৃহীত হইব । কারবারে বড় জড়িত হইয়া পড়িয়াছি । যাই যাই করিয়া আপনার সহিত সাক্ষাৎ করিতে যাইতে পারি নাই । তাহার পর কয়েকটি লোকহিতকর কাজ উপলক্ষ্যে কাশী \Չ5 Ե