পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যাইতে হয় । ফিরিয়া আসিয়া জানিলাম আপনি শাস্তিনিকেতনে গিয়াছেন। সুতরাং আপনার দর্শন হইতে বঞ্চিত থাকিতে হইল । আশা করি, শীতের আরস্তে আপনার স্বাস্থ্য ভাল হইতেছে। প্রণত শ্রীরামানন্দ চট্টোপাধ্যায় రి ১৭ই নভেম্বর ১৯২৯ 2-1, Townshend Road, Bhawanipur, Calcutta. Nov 17, 1929. ভক্তিভাজনেষু, কোরীয় যুবকের সঙ্গে আপনার যে আলোচনা হইয়াছিল তাহা লিখিয়া পাঠাইবার চেষ্টা করিবেন জানিয়া প্রীত হইলাম । “Political Philosophy of Rabindranath” two orgas সম্বন্ধে আপনার প্রবন্ধটি ছাপা হইয়াছে। এই চিঠির আগেই হয় ত তাহা অগ্রহায়ণের প্রবাসীতে দেখিতে পাইবেন । আমি উহার প্রফ আপনাকে পাঠাইতে বলিয়া কাশী গিয়াছিলাম। আপনি কলিকাতা হইতে চলিয়া যাওয়ায় প্রফ আপনাকে পাঠান হয় নাই । বড়োদার বক্তৃতা লেখা হইয়া গেলে আপনি যদি পারেন তাহা হইলে ইংরেজী প্রবন্ধ একটি লিখিয়া দিবেন। প্রবাসীতে প্রকাশিত আপনার পোলিটিক্যাল মতসম্বন্ধীয় লেখাটির ھ9br\