পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/৪৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

WR Siee শৈশবসঙ্গীত কখন হেথায় এসেছে বালিক ? রয়েছে হোথায় বসি ! ঘুমায়ে রয়েছে অশোকবালক শ্রমেতে কাতর হয়ে, মুখের পানেতে চাহিয়া মালতী কোলেতে মাথাটি লয়ে ! ঘুমায়ে ঘুমায়ে অশোকবালক স্বখের স্বপন হেরে, গাছের পাতাটি লইয়া মালতী বীজন করিছে তারে । নত করি মুখ দেখিছে বালিকা দুখানি নয়ন ভরি, নয়ন হইতে শিশিরের মত সলিল পড়িছে ঝরি । ঘুমায়ে ঘুমায়ে অশোকের যেন অধর উঠিল কাপি । *মালতী” “মালতী” বলিয়া বালার হাতটি ধরিল চাপি । হয়ষে ভাসিয়া কহিল মালতী হেঁট করি আহা মাথা, “অশোক— অশোক— মালতী তোমার এই যে রয়েছে হেথা !" ঘুমের ঘোরেতে পশিল শ্রবণে

  • এই-বে, রয়েছে হেথা !” मञ्चदमन्त्र खरल छिछोरख्न •जक অশোক তুলিল মাখ ! একি য়ে স্বপন ? এখনো একি য়ে স্বপন দেখিছে নাকি ? জাবার চাছিল অশোকবালক,

चांदांन्त्र बांखिल चॅांथि ! 88°