পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এখনও পাই নাই ) । এই রূপ চিঠি আপনি আগেই পাইয়। থাকিবেন । জগদ্ব্যাপী শান্তির জন্য ভারতবর্ষ হইতে সহযোগিতা করিতে হইলে সে চেষ্টার নেতৃত্ব আপনাকে করিতে হইবে । অতএব এ বিষয়ে আপনার উপদেশ চাহিতেছি । আপনি যাহা করিবেন বা করিতে বলিবেন তাহাতে আমার সম্মতি でTtびg আপনার “শিক্ষার” নূতন সংস্করণটি দেখিতেছিলাম। ইহাতে যাহা আছে, তাহার অন্ততঃ কতকগুলি প্রবন্ধ ইংরেজীতে বাহির হইলে সমস্ত ভাবতবর্ষের শিক্ষিত লোক উপকৃত হয় এবং বাহিরের লোক ও অনেকে জানিতে পারে । “তপোবন” প্রবন্ধটির ইংরেজী অনুবাদ হইয়াছে কি ? না হইয়া থাকিলে আপনার ওখানকার অধ্যাপকেরা কেহ করিলে ভাল হয় । উহাতে যাহা আছে, তাহার অনেক কথা ইংরাজীতেও আপনি লিখিয়াছেন বলিয়াছেন, কিন্তু সমস্তটির অনুবাদ দেখিয়াছি বলিয়া মনে পড়িতেছে না। প্রণত শ্রীরামানন্দ চট্টোপাধ্যায়। ૨૨ ২ মার্চ ১৯৩৬ 43, Wellesley Street, ১৮ই ফাঙ্কন, ১৩৪২ । ভক্তিভাজনেষু, মডান রিভিয়ুর জন্য আপনার একটি কি দুটি লেখা চাহিতেছি । ছোট, বড় কবিতা, গদ্য-যাহা হউক, হইলেই °C>。