পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধীরেন লিখিয়াছেন আপনার স্বাস্থ্য এখন ভাল আছে । প্রণত শ্রীরামানন্দ চট্টোপাধ্যায়। পুনঃ—আমি মহাদেব দেশাইকেও লিখিলাম গান্ধীজী কোন জবাব দিলে যেন একটি নকল পাই । শ্রীরামানন্দ চট্টোপাধ্যায়। of e -৩১ মার্চ ১৯৩৯ ১নং উড় ষ্ট্ৰীট, কলিকাতা । ১৭ই চৈত্র ১৩৪৫ ৷ ভক্তিভাজনেষু, আমাকে একটি প্রদর্শনী খুলবার জন্তে বাকুড়া যেতে হ’চ্ছে। রবি সোমবার ১৯শে ২০শে চৈত্র সেখানে থাকতে হবে । এইজন্ত্যে আপনার সঙ্গে দেখা করতে পারলাম না । তত্ত্ববোধিনী সভার দ্বারা বাংলাভাষা ও সাহিত্য এবং অন্যান্য নানা বিষয়ে দেশের যে উপকার হ’য়েছিল, সে বিষয়ে অনুসন্ধান ও আলোচনা হওয়া আবশ্যক । সভার কাজ ব্রাহ্ম ধৰ্ম্মের দ্বারা অনুপ্রাণিত ও ব্রাহ্মধৰ্ম্মের পোষক ছিল বলে এবং ব্রাহ্মসমাজের প্রধান আচাৰ্য্য এর পরিচালক, ও প্রধান কৰ্ম্মী ছিলেন ব’লে, এর সব কাজই উপেক্ষা ক’রে চাপা দেবার চেষ্টা হয়েছে ও হচ্ছে ব’লে মনে হয় । তা না হ’লেও, তত্ত্ববোধিনী সভার প্রতি সুবিচার বাংলাদেশে উনবিংশ শতাব্দীর ইতিহাস 8 o Q2