পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কিন্তু ক্ষিতীশ আপনার “নবজাতক” গ্রন্থের “জন্মদিন” কবিতাটির একটি অমুবাদ আমাকে দেওয়ায় আপনাকে কষ্ট দিতে হচ্ছে। এটি আপনাকে দেখিয়ে প্রকাশ করবার অনুমতি নেবার ভার ছিল অমিয়বাবুর উপর। তিনি অনুমতি নিয়েছেন কিনা জানতে পারিনি । সেই জন্যে জানতে চাচ্ছি এটির প্রকাশে আপনার সম্মতি আছে কিনা । অনুবাদটি মূলের শাব্দিক অনুসরণ করেনি ; কিন্তু তাৎপৰ্য্য ঠিক থাকলে ছাপা চলবে। প্রণত শ্রীরামানন্দ চট্টোপাধ্যায় لا ؤ ه د }چ1عfى • R: ミol8 >>8> ভত্তি ভাজনেষু, একটি চিঠির প্রফ আপনাকে না পাঠিয়ে আগে তার নকলটিই আপনাকে পাঠাচ্ছি। যদি নকলের সবটির বা কোন কোন অংশের প্রকাশে আপনার সম্মতি থাকে, তা হলে সমস্ত নকলটি বা তার অনুমোদিত অংশ প্রেসে পাঠাব, নতুবা পাঠাব না । এই চিঠিটির প্রথম প্যারাগ্রাফে আপনার পিতৃদেবের সহিত রামকৃষ্ণ পরমহংসের সাক্ষাৎকার সম্বন্ধে যে-সব কথা আছে, তাতে রামকৃষ্ণের কোন ব্যক্তিগত সমালোচনা নাই । 8 &