পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२8 অমবনাথ । উচ্চ স্থান হতে নীচে দৃষ্টি কোরে মাথা ঝুকে পোড়তে যায়, তেমনি আমার মনটি কুকুতে লাগল। যখন গেলাসে ঢালা হল তখন যেমন পতঙ্গ দীপ দেখলে কঁপিয়ে পড়ে, তেমনি আমার মনটা গিযে পোড়ল । তখন ভাবলেম আজকে খাই আর খাব না। কিন্তু এই রকমেই কুকর্ম্ম ত্যাগ করা হয় না । অতএব—- সত্যই যদ্যপি পাপকে ভালবাস না । হৃদয়েতে থাকে যদি হে ভাল বাসনা ৷ প্রথমে কুসঙ্গ ত্যজ হইয়ে তৎপর। কুকর্ম্ম ত্যজিতে তবে পরিবে তৎপর ॥ শুভ কর্ম্মে সাত পাচ করিলে ভাবনা ৷ শেষে কি ঘটনা হবে তা কিহে ভাব না ? আজ কাল করি কভু হইবে না কাল। পরেতে কালের করে হইবে নাকাল ॥ অতেব সাধিব আমি আপনার হিত । অদ্য হতে মদ্যপান করিব রহিত ॥ প্রাণপণে এই পণ রাখিব অবশ্ব । যতন করিলে বশ্ব হইবে অবশু ॥ [ সকলের প্রস্থান ।